Passport Scam: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাসাদোপম অট্টালিকায় CBI হানা, কে এই ব্যক্তি

Prasenjit Chowdhury | Edited By: Soumya Saha

Oct 14, 2023 | 4:52 PM

CBI Raid in Passport Case: উঠে এসেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির বরুণ সিং রাঠোরের নামও। সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া প্রাসাদোপম অট্টালিকা। শনিবার সকাল থেকে ওই বাড়িতে হানা দিয়েছে সিবিআই টিম। বাড়ির সদর দরজা বন্ধ করে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব।

Passport Scam: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাসাদোপম অট্টালিকায় CBI হানা, কে এই ব্যক্তি
শিলিগুড়ির এই বাড়িতে CBI হানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের (Passport Case) তদন্তে তেড়েফুঁড়ে আসরে নেমেছে সিবিআই (CBI)। মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরেই শিলিগুড়ি, গ্যাংটক-সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই-এর টিম। গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট গৌতমকুমার সাহাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তার থেকে একাধিক এজেন্টের নাম উঠে এসেছে বলে খবর। উঠে এসেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির বরুণ সিং রাঠোরের নামও। সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া প্রাসাদোপম অট্টালিকা। শনিবার সকাল থেকে ওই বাড়িতে হানা দিয়েছে সিবিআই টিম। বাড়ির সদর দরজা বন্ধ করে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব। শেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই বরুণ সিং রাঠোরকে গ্রেফতার করে সিবিআই।

বাড়ির পাশে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড, স্ট্যাম্প

সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে, এই রুণ সিং রাঠোর আগে স্থানীয় একটি সরকারি অফিসে কাজ করতেন। সেখানেও অনিয়মের অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরই ওই ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। এদিকে বাড়ির ভিতরে যখন সিবিআই-এর টিম, তখন প্রাসাদোপম ওই বাড়ির পাশের একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হয় প্রচুর নথিপত্র। অসংখ্য স্ট্যাম্প, আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয় বাড়ির পাশের ওই ঝোপ থেকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সিবিআই টিম হানা দেওয়ার সময় বাড়ির উপর থেকে পিছনের দিকের ওই ফাঁকা ঝোপের মধ্যে নথিপত্রগুলি ফেলে দেওয়া হয়েছিল। সিবিআই টিম ইতিমধ্যেই সেগুলি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জাল পাসপোর্ট তৈরির কাজে ব্যবহার করা হত এই নথিপত্রগুলিকে। যদিও সিবিআই অফিসাররা এই নথিপত্রগুলি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা জানাচ্ছেন, ‘এখনও তল্লাশি চলছে। এখনই কিছু বলা যাবে না।’

Next Article