Darjeeling Election 2024 Result: ফের রাজু বন গ্যয়া সাংসদ, বিজেপিতেই ভরসা পাহাড়ের

Jun 06, 2024 | 3:45 PM

West Bengal Darjeeling Election Result 2024: এখনও পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে একবারও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার এই ইতিহাস বদলাতে মরিয়া ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের হয়ে দাঁড়ান গোপাল লামা। কংগ্রেসের টিকিটে লড়েন মুনীশ তামাং। শেষ হাসি হাসলেন বিজেপির রাজু বিস্তা। ১ লক্ষ ৭৮ হাজার ৫২৫ ভোটের ব্যবধানে তিনি জিতলেন।

Darjeeling Election 2024 Result: ফের রাজু বন গ্যয়া সাংসদ, বিজেপিতেই ভরসা পাহাড়ের
ks

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

দার্জিলিং: পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা। স্বাধীনতার পর থেকেই এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে দফায় দফায় আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে। অধিকাংশ সময় এই কেন্দ্রে ক্ষমতার হাতবদল হয়েছে জাতীয় কংগ্রেস এবং সিপিআই(এম)-এর মধ্যে। ২০০৯ সাল থেকে এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। চব্বিশের নির্বাচনে বিজেপির টিকিটে ফের প্রার্থী হন বিদায়ী সাংসদ রাজু বিস্তা। চব্বিশের নির্বাচনে ফের গেরুয়া পতাকা উড়ল দার্জিলিং লোকসভায়। জনতার রায় বিজেপির দিকে। বিপুল ভোটে জিতলেন রাজু বিস্তা। দেখে নিন কে কত ভোট পেলেন।

দার্জিলিং:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল গোপাল লামা ৫০০৮০৬ পরাজিত ৩৭.৭৩
বিজেপি রাজু বিস্তা ৬৭৯৩৩১ জয়ী ৫১.১৮
কংগ্রেস মুনীশ তামাং ৮৩৩৭৪ পরাজিত ৬.২৮

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল
২০১৯ কালিম্পং ৯৬,৮৭৭ ৩৪,৩০২
২০২১ কালিম্পং ৫৪,৩৩৬ ৫৮,২০৬ (বিনয়গোষ্ঠী GJM)
২০১৯ দার্জিলিং ১,১৯,৪২৮ ৩৩,৬০৪
২০২১ দার্জিলিং ৬৮,৯০৭ ৪৭,৬৩১ (বিনয়গোষ্ঠী GJM)
২০১৯ কার্সিয়াং ১,২২,৩৯৩ ৩৪,৭৯৬
২০২১ কার্সিয়াং ৭৩,৪৭৫ ৫৭,৯৬০ (বিনয়গোষ্ঠী GJM)
২০১৯ মাটিগাড়া-নকশালবাড়ি ১,৪৪,১৭৫ ৪৫,২৭৭
২০২১ মাটিগাড়া-নকশালবাড়ি ১,৩৯,৭৮৫ ৬৮,৯৭৩
২০১৯ শিলিগুড়ি ১,০৫,১৪৮ ৩৯,৬৬২
২০২১ শিলিগুড়ি ৮৯,৩৭০ ৫৩,৭৮৪
২০১৯ ফাঁসিদেওয়া ১,০৭,১১৫ ৫৩,৮৫৪
২০২১ ফাঁসিদেওয়া ১,০৫,৬৫১ ৭৭,৯৪০
২০১৯ চোপড়া ৪৯,৫২১ ৯৪,২৯৮
২০২১ চোপড়া ৬০,০১৮ ১,২৪,৯২৩

 

Next Article
CPIM in Lok Sabha Polls: কেন ফের ভরাডুবি বামেদের? ময়নাতদন্ত করতে ময়দানে নামলেন অশোক