Darjeeling Zoo: সুখবর! নভেম্বরেই ইউরোপ থেকে আরও ২টি বাঘ আসবে চিড়িয়াখানায়

Darjeeling Zoo: এ দিকে, বাঘ আসার খবরে খুশি কর্মচারিরা। ইতিমধ্যেই অতিথিদের আগমনের জন্য শুরু হয়েছে তোড়জোড়। জানা গিয়েছে, কর্মচারিরা প্রস্তুতি শুরু করেছে। খাঁচা তৈরি, কী কী সরঞ্জাম রাখা যায় তা দেখে নেওয়া সবটাই চলছে।

Darjeeling Zoo: সুখবর! নভেম্বরেই ইউরোপ থেকে আরও ২টি বাঘ আসবে চিড়িয়াখানায়
বাঘ আসছে চিড়িয়াখানায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 11:18 AM

দার্জিলিং: আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই দার্জিলিং পোস্টের জা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে আসতে চলেছে বাঘ। তাও যে সে বাঘ নয়, ইউরোপ থেকে আনা হবে দুটি সাইবেরিয়ান বাঘ। সব ঠিকঠাক তাহলে আগামী নভেম্বর মাসের মধ্যেই বাঘ দুটি চলে আসবে।

এ দিকে, বাঘ আসার খবরে খুশি কর্মচারিরা। ইতিমধ্যেই অতিথিদের আগমনের জন্য শুরু হয়েছে তোড়জোড়। জানা গিয়েছে, কর্মচারিরা প্রস্তুতি শুরু করেছে। খাঁচা তৈরি, কী কী সরঞ্জাম রাখা যায় তা দেখে নেওয়া সবটাই চলছে।

এ প্রসঙ্গে পরিচালক বাসরাজ হলিচি বলেন,”বর্তমানে কাগজের কাজ চলছে। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এখন চারটি থাকবে। ফলে দার্জিলিং চিড়িয়ানা এখন থেকে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।” বস্তুত, ১৯৫৮ সালের ১৪ অগস্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের হিমালয়ান প্রাণীজগত অধ্যয়ন ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে দার্জিলিংয়ের বার্চ হিল পাড়ায় এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম পরিচালক ও প্রতিষ্ঠাতা ছিলেন দিলীপ কুমার দে।