North Bengal Medical College: নম্বর বদলে দেওয়ার অভিযোগ, ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করলেন ডিন

Prasenjit Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 05, 2024 | 2:19 AM

North Bengal Medical College: এদিন মূলত অভীক দে-গোষ্ঠীর বিরুদ্ধে সরব হন উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকরা। তাঁর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয় কলেজে। শুধু তাই নয়, অভীককে মেডিক্যাল কলেজে ঢুকতে না দেওয়ার দাবিও জানান জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা।

North Bengal Medical College: নম্বর বদলে দেওয়ার অভিযোগ, ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করলেন ডিন
ডিনের ইস্তফা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: ছাত্রদের একটানা বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। বুধবার সকাল থেকেই বিক্ষোভে উত্তপ্ত হয় এই প্রতিষ্ঠান। নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ডিনের বিরুদ্ধে। চাপের মুখে মুখ খুলতে বাধ্য হন ডিন। এরই মধ্যে পদত্যাগ করলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে খুশি ছাত্ররা।

বেশ কয়েক ঘণ্টা ধরে এদিন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল পদত্যাগ করেন। তবে সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, তিনি কোনও ঘটনার দায় স্বীকার করছেন না। শুধুমাত্র ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করলেন তিনি।

এদিন মূলত অভীক দে-গোষ্ঠীর বিরুদ্ধে সরব হন উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসকরা। তাঁর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয় কলেজে। শুধু তাই নয়, অভীককে মেডিক্যাল কলেজে ঢুকতে না দেওয়ার দাবিও জানান জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা। এরই মধ্যে, অভিযোগ ওঠে, বিশেষ একজন ছাত্র নেতার নম্বর সাদা কালি দিয়ে মুছে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইচওডি-রা বলছেন, তাঁরা ৫২-৫৩ নম্বর দিয়েছিলেন। অথচ মার্কশিটে নম্বর লেখা ৮০। এই অভিযোগেই ছাত্র-ছাত্রী সহ অধ্যাপকরা ঘিরে ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ও প্রিন্সিপালকে।

পরে সন্দীপ সেনগুপ্ত স্বীকার করে নেন যে অভীক দে-র ফোন যেত তাঁর কাছে। বলেন, কোনও-কোনও সময় অভীক দে-র ফোন আসত। তবে যদি বারবার ফোন আসত আমি বিরক্ত হয়ে বেরিয়ে যেতাম।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article