Fire in Siliguri: শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, ছুটল দমকলের ১২ ইঞ্জিন, পুড়ে ছাই একাধিক দোকান

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Sep 28, 2024 | 3:28 PM

Fire in Siliguri: ব্যবসায়ীদের অভিযোগ দমকলের একাধিক গাড়ি দেরিতে আসায় মার্কেটে বিপুল ক্ষতি হয়েছে। পুজোর মুখে ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অভিযোগ, শিলিগুড়ির সবচেয়ে পুরনো বাজার হওয়া সত্বেও এখানে আগুন নেভানোর কোনওরকম ব্যবস্থা নেই।

Fire in Siliguri: শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, ছুটল দমকলের ১২ ইঞ্জিন, পুড়ে ছাই একাধিক দোকান
ভয়াবহ আগুন শিলিগুড়িতে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শিলিগুড়ি: সাতসকালে শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ কালো ধোঁয়ায় চারপাশ একেবারে ঢেকে যায়। ব্যবসায়ীরা আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন। তড়িঘড়ি দমকলের দু’টি ইঞ্জিন এলাকায় পৌছায়। এরপর একে একে আশেপাশের দমকল কেন্দ্র থেকে আরও ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। খবর দেওয়া হয় বিএসকেও। তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। 

এদিকে, ব্যবসায়ীদের অভিযোগ দমকলের একাধিক গাড়ি দেরিতে আসায় মার্কেটে বিপুল ক্ষতি হয়েছে। পুজোর মুখে ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অভিযোগ, শিলিগুড়ির সবচেয়ে পুরনো বাজার হওয়া সত্বেও এখানে আগুন নেভানোর কোনওরকম ব্যবস্থা নেই। যার কারণে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও না জানা গেলেও ব্যবসায়ীদের দাবি তা কোটি টাকার মাত্রা ছাড়িয়ে যেতে পারে। 

শেষ পর্যন্ত প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই এলাকায় উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্যরা।

Next Article