শিলিগুড়ি: প্রতিবাদীকে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দোস্তিদারের। সামাজিক মাধ্যমে সেই হুঁশিয়ারি পোস্ট করলেও পরে তা ডিলিট করে দেন। যদিও ওই প্রতিবাদী মহিলা চিকিৎসকের দাবি এই ভাবে চুপ করানো যাবে না।
কয়েক বছর আগেই ডাক্তারি পাশ করে শিলিগুড়িতে প্র্যাকটিস করছেন মনোবিদ অরুণিমা ঘোষ। দিন কয়েক আগে সৌরভ গাঙ্গুলির একটি বক্তব্যের প্রতিবাদ করে সোশাল মিডিয়াতে ঝড় তুলেছিল অরুণিমার পোস্ট। এবার সেই অরুণিমাকে আইনি লড়াই এর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অরুণিমার দাবি, তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার মহিলা চিকিৎসকদের নিয়ে যা বলেছেন তা কুৎসিত। তিনি বলেন, “হয় উনি প্রমাণ করুন আমরা টুকে পাশ করেছি, নাহলে এসব বলা বন্ধ করুন। আমি সমাজ মাধ্যমে প্রতিবাদ করতেই তার ছেলের তরফে আমাকে ট্যাগ করে একটি পোস্টে আমার বিরুদ্ধে আইনী পদক্ষেপের কথা বলা হয়। যদিও পরে সেই পোস্ট তুলে নিয়েছেন সাংসদ পুত্র। আমি মনে করছি ভয় দেখাতেই এসব করা হচ্ছে।”
অরুণিমা এও বলেন, “এই মুহুর্তে আমাদের আর হারানোর কিছু নেই। তাই ভয় পাচ্ছি না। প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। তিলোত্তমার বিচার চাই। প্রতিদিন যা ঘটছে তাতে সরকার ও আরজি কর প্রশাসন তিলোত্তমা ও তার পরিবারের পাশে দাঁড়ায়নি। নষ্ট করার চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ। আমরা জুনিয়ার ডাক্তারদের পাশে থেকে সর্বোতভাবে লড়াই চালিয়েই যাব।”