Doctor’s Protest: কলকাতার সঙ্গে এবার উত্তরবঙ্গও, দুই জুনিয়র ডাক্তার বসলেন ভূখ হরতালে

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 07, 2024 | 7:28 PM

Doctor's Protest: উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ইন্টার্ন সৌভিক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দশ দফা দাবি মানতে হবে। যতদিন না সেই দাবি মানা হবে ততদিন আমরণ অনশন চলবে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এখনও স্থির নয়। তবে জুনির ডাক্তাররা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেইটাই সমর্থন করব।"

Doctors Protest: কলকাতার সঙ্গে এবার উত্তরবঙ্গও, দুই জুনিয়র ডাক্তার বসলেন ভূখ হরতালে
অনশনে বসলেন দুই জুনিয়র ডাক্তার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাতজন জুনিয়র ডাক্তার। তাঁদের সমর্থন জানিয়ে প্রতীকী প্রতিবাদও করছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। এবার সেই রকমই ১০ দফা দাবি জানিয়ে আমরণ অনশন শুরু করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুই জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক কুমার ভার্মা।

রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৭ জন জুনিয়র চিকিৎসক ২৪ ঘণ্টা প্রতীকী অনশন করেন। এরপর সোমবার সকাল থেকেই রোগী পরিষেবার কথা মাথায় রেখে কাজে যোগ দেন ৫৮ জন জুনিয়র ডাক্তার। আউটডোর,ইনডোর, সব বিভাগেই পরিষেবা স্বাভাবিক রাখেন তাঁরা। অন্যদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমরণ অনশনে বসেন ২ জুনিয়র চিকিৎসক। তাদের যতদিন না ১০ দফা দাবি পূরণ হচ্ছে ততদিন এই অনশন চলবে বলে জানান তাঁরা।

উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ইন্টার্ন সৌভিক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দশ দফা দাবি মানতে হবে। যতদিন না সেই দাবি মানা হবে ততদিন আমরণ অনশন চলবে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এখনও স্থির নয়। তবে জুনির ডাক্তাররা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেইটাই সমর্থন করব।”

Next Article