শিলিগুড়ি: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালেই সেখানে পৌঁছেছেন তিনি। এ দিকে রাজ্যপাল যখন উত্তরের জেলায়, তখন দক্ষিণবঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন সেন সহ একাধিক পুরসভার চেয়ারম্যানের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে চলছে ইডি-র তল্লাশি। আর সাংবাদিকদের মাধ্যমে এ খবর পাওয়া মাত্রই রাজ্যপাল বললেন…
বস্তুত, রাজ্যের বিভিন্ন ইস্যুতে বরাবরই সক্রিয় হতে দেখা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। তা সে পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা হোক কিংবা দুর্নীতি ইস্যু! বরাবর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, গত পঞ্চায়েত ভোটের সময় সরজমিনে বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন রাজ্যপাল বোস। এমনকী যাদবপুরে ছাত্রমৃত্য়ুর পর সেখানে গিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
আজ রাজ্যপাল গিয়েছেন উত্তরবঙ্গে। বিপন্ন বাসিন্দাদের সঙ্গে কথা। এ দিকে,তৃণমূলের রাজভবন অভিযানের দিন দিল্লি থেকে চলে আসায় সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। পাল্টা জবাবও দিয়েছেন। পাশাপাশি ইডি-র তল্লাশি নিয়ে তিনি বলেছেন, আজ যে খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে তা জানতেন না। সি ভি আনন্দ বোস বলেন, “ওহ তাই নাকি। এটা আমিও আপনাদের থেকে জানলাম।”
প্রসঙ্গত, আজ সাত সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়। তাঁর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডি-র।