শিলিগুড়ি: যৌন নিগ্রহকাণ্ডে বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারিত অধ্যাপক। অবিলম্বে ছুটিতে যেতে নির্দেশ কর্তৃপক্ষের। তদন্ত চলাকালীন অ্যাকাডেমিক বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকবেন না অধ্যাপক। ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বটানি বিভাগের বিভাগীয় প্রধান। ঘটনায় অডিয়ো ক্লিপ-সহ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের ছাত্রীর। তাঁর বয়ান অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো ওই ছাত্রী ওই অধ্যাপকের কাছে গবেষণা করতেন। ছাত্রীর দাবী, সুপারভাইজার হিসেবে সুযোগ নিয়ে ভয় দেখিয়ে দিনের পর দিন তাঁকে যৌন নিগ্রহ করেছেন ওই অধ্যাপক।
এ দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। ঘটনা জানাজানি হতেই হইচই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। ঘটনার প্রতিবাদে ক্লাস বয়কটও করেন ছাত্র-ছাত্রী এবং গবেষকদের একাংশ।
ছাত্রীর অভিযোগ, ২০২২ সালের মার্চ মাসে অভিযুক্ত শিক্ষকের কাছে গবেষণার কাজে যোগদান করেন তিনি। তারপর থেকেই নানা আছিলায় তাঁর শরীর বাজেভাবে স্পর্শ করেন। বাইকে চেপে ঘুরতে যেতে বাধ্য করা হত। ল্যাবের ভেতরে তাঁকে নিগ্রহ করা হত বলে অভিযোগ। ছাত্রীর আরও অভিযোগ, কাউকে কিছু জানালে শিক্ষা জীবন নষ্ট করে দেওয়ারও হুমকি দিতেন তিনি।
এমনকি দার্জিলিং ও শিলিগুড়িতে হোটেলে রাত কাটাতে কুপ্রস্তাবও দিয়েছেন ওই অধ্যাপক। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যাপকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাইডলাইন মেনেই উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।