Drug Smuggling: দার্জিলিং হয়েই কি মাদক পাচারের করিডর? বার বার ধরা পড়ছে পাচারকারীরা
Darjeeling: সব মিলিয়ে প্রায় ১৩০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ। পাচারের কাজে ব্যবহার করা ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ওই যুবকও খড়িবাড়ি থানা এলাকার বাসিন্দা। বাড়ি খড়িবাড়ির দুলালজোটে গ্রামে।
দার্জিলিং: পাহাড়ে ফের মাদক পাচারের চেষ্টা। মাদক পাচারকারী সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। মাঝবয়সি ওই যুবকের নাম চন্দন বর্মণ। বয়স বছর চৌত্রিশের আশপাশে। দার্জিলিংয়ের খড়িবাড়ি থানা এলাকার পানিট্যাঙ্কির কাছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। একটি সাদা রঙের চার চাকার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগারের প্যাকেট। সব মিলিয়ে প্রায় ১৩০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ। পাচারের কাজে ব্যবহার করা ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ওই যুবকও খড়িবাড়ি থানা এলাকার বাসিন্দা। বাড়ি খড়িবাড়ির দুলালজোটে গ্রামে।
গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। কোথা থেকে এই মাদক নিয়ে আসা হচ্ছিল, কোথায় পাচারের ছক ছিল, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। পাচারকারী সন্দেহে গ্রেফতার হওয়া ওই যুবককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশকর্মীরা। এই মাদক পাচার চক্রের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, দার্জিলিং-এর সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে নেপালের। আর এই পানিট্যাঙ্কি জায়গাটি একেবারে নেপাল সীমান্ত সংলগ্ন। সেক্ষেত্রে এই নিষিদ্ধ মাদক নেপালে পাচারের ছক ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এই নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকা থেকে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। রোবেন বর্মণ নামে বছর তেইশের ওই যুবককে কিছুদিন আগে গ্রেফতার করেছিল এসএসবি। জওয়ানরা টহলদারি চালানোর সময় ওই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল। এরপর তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে এসেছিল প্রায় ৫২ গ্রাম ব্রাউন সুগার। বার বার পানিট্যাঙ্কি এলাকায় এভাবে মাদক পাচারের চেষ্টা কারা চালাচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।