Doctors: ‘অভিযুক্ত’ ডাক্তাররা টুকে পাশ? নাকি লিখে পাশ? উত্তর খুঁজতে ‘তদন্ত’ কমিটি স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়ের

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Oct 04, 2024 | 4:33 PM

Doctors: এবার এই চিকিৎসকদের পরীক্ষা সংক্রান্ত পুরো পদ্ধতি নিয়ে নানা দুর্বলতা হটিয়ে মেধার ভিত্তিতে কিভাবে স্বচ্ছ ভাবে পরীক্ষা নেওয়া যায় তা ঠিক করতেই ১০ সদস্যে ফ্যাট ফাইন্ডিং কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়।

Doctors: ‘অভিযুক্ত’ ডাক্তাররা টুকে পাশ? নাকি লিখে পাশ? উত্তর খুঁজতে ‘তদন্ত’ কমিটি স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়ের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

শিলিগুড়ি: ডাক্তাররা টুকে পাশ? নাকি লিখে পাশ? কিভাবে এত অনার্স? অবশেষে দশ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। তিলোত্তমা কাণ্ডের আবহে একাধিক মেডিক্যাল কলেজে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে। কোথাও পরীক্ষার হলে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ ছাত্রদের দাপাদাপি, কোথাও মোবাইল নিয়ে পরীক্ষার হলে লেখার অভিযোগ সামনে আসে। প্রশ্ন ফাঁস এবং নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেল কলেজে। এরপরেই প্রবল চাপের মুখে এই দুই মেডিকেল কলেজের তরফে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছে এসব সংক্রান্ত কিছু প্রমাণ পাঠানো হয়। পাশাপাশি মেডিকেল কলেজ গুলি নিজেরাও কিছু পদক্ষেপ করে। 

এবার এই চিকিৎসকদের পরীক্ষা সংক্রান্ত পুরো পদ্ধতি নিয়ে নানা দুর্বলতা হটিয়ে মেধার ভিত্তিতে কিভাবে স্বচ্ছ ভাবে পরীক্ষা নেওয়া যায় তা ঠিক করতেই ১০ সদস্যে ফ্যাট ফাইন্ডিং কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধানরা জানাচ্ছেন, আমরা এই তদন্ত কমিটিকে স্বাগত জানাচ্ছি। এই পরীক্ষা ব্যবস্থা দুর্বলতার নানা খবর সামনে আসায় আমরা টুকে পাস কিনা প্রশ্ন করছিলেন বহু মানুষ। ফলে এই পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দুর্বলতা হটিয়ে মেধাই একমাত্র বিবেচ্য কিভাবে হতে পারে তা খুঁজবে ওই ফ্যাট ফাইন্ডিং কমিটি। 

Next Article