দার্জিলিং: প্রয়াত লেপচা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ল্যাংস্যাং তামাং। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার সকালেই না ফেরার দেশে ল্যাংসাং তামাং। নেতার মৃত্যুতে শোকের ছায়া পাহাড়ে। লেপচা নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর প্রয়াণ শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, নেতার এহেন মৃত্যুতে তিনি শোকাহত। তামাংয়ের চলে যাওয়া লেপচা সম্প্রদায়ের জন্য বড় ক্ষতি। তিনি একজন ভাল মানুষ, মহান নেতা ছিলেন। সর্বপরি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেও লিখেছেন মমতা।
I am deeply saddened by the demise of Lyangsong Tamsang, Chairman of the Lepcha Board in our hills.
His death is a great loss to me, the lepcha people of the hills, and for all our communities. He was very close to me and gave me their highest honour as well as translated my… pic.twitter.com/axzWKdQ5K4
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2023
১৯৮০ সাল থেকে লেপচা সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন ল্যাংসাং তামাং। শুধু নেতা নন। তামসাং ছিলেন একজন দক্ষ লেখক সঙ্গে ভাষাবীদ। নিজের ভাষা ও সংস্কৃতির পুনরুজ্জীবনের জন্য তাঁর ভূমিকা কম ছিল না। লেপচা ভাষার পাশাপাশি ইংরেজি ও নেপালি ভাষায়ও যথেষ্ঠ দক্ষ ছিলেন তিনি। গত এক দশক ধরে লেপচা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ল্যাংস্যাং তামাং।