শিলিগুড়ি: নম্বর বাড়ানোর চক্রে আগেই ছাত্র-অধ্যাপকদের আদালতে অভিযুক্ত হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, সহকারি ডিন সুদীপ্ত শিল ও RMO নিলাব্জ ঘোষ। চাপের মুখে ডিন, সহকারি ডিন, RMO পদত্যাগ করেন। স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটি গতকালই অভিযুক্তদের ডেকে জিঞ্জাসাবাদ করেছে। কিন্তু, অজানা কারণেই অধ্যক্ষের বিরুদ্ধে কোনও তদন্ত কমিটি গঠন হয়নি। বহাল তবিয়তেই আছেন অধ্যক্ষ। এবার সেই অধ্যক্ষের বিরুদ্ধেই কার্যত অনাস্থা এনে তাঁর অপসারনের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন ১৬ টি বিভাগের বিভাগীয় প্রধানেরা।
বিভাগীয় প্রধানদের অভিযোগ, নম্বর বাড়ানোর চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ স্বয়ং। পিজিটি সুমন ভার্মা লিখিত ভাবেই সব অভিযোগ জানিয়েছেন। তাহলে যে অভিযোগে বাকিরা পদত্যাগ করলেন ও তদন্তের মুখোমুখি হচ্ছেন সেই একই অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষের ক্ষেত্রে পৃথক ফল কেন?
তাই মোট ২৪ টি বিভাগের মধ্যে ১৬টি বিভাগের বিভাগীয় প্রধানেরা এবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ স্বাস্থ্য মাফিয়াদের মদত দেওয়ার কাজে অভিযুক্ত অধ্যক্ষ। তাই থ্রেট কালচারের বিরুদ্ধে সার্বিক পদক্ষেপের অঙ্গ হিসেবেই অধ্যক্ষকে অপসারণ করুক স্বাস্থ্য ভবন।