নকশালবাড়ি: পুজোর প্রাক্কালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দোকানঘর। এর জেরে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আগুনের করাল গ্রাসে পুজোর আগে পুড়ে ছায় গোটা বাজার। পুজোর মুখে এই ধরনের বিপর্যয়ে রীতিমতো দিশেহারা ওই বাজারের ব্যবসায়ীরা। রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি চৌরঙ্গী বাজারে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। যদিও দমকলের ভূমিকা নিয়ো অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নকশালবাড়ির চৌরঙ্গী বাজারে রবিবার রাত ৯টা নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন। কিছুক্ষণের মধ্যে সমস্ত বাজারে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। তখন দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়। দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে গিয়ে অগ্নিনির্বাপণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও অতিরিক্ত ইঞ্জিন আনা হয়নি। আগুন নেভাতে দেরি হওয়ায় বাজারের মধ্যে দোকানগুলি ভস্মীভূত হয়ে যায় বলে অভিযোগ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশে থাকর আশ্বাস দেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর জেরে পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের। কী থেকে এই আগুন লাগল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করছে দমকল।