North Bengal University: শ্রীংলাকে ডাকছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ভোটের আগেই কেন আমন্ত্রণ? প্রশ্ন তুলে বিক্ষোভে তৃণমূল

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Jan 18, 2024 | 7:41 PM

North Bengal University: লোকসভা ভোটের মুখে এভাবে হঠাৎ তাকে আমন্ত্রণ কেন? এই প্রশ্নে শুক্রবার তৃণমূলের বিক্ষোভ প্রদর্শনও করা হবে বলে খবর। পাশাপাশি এদিন একই ইস্যুতে পোস্টারিং চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

North Bengal University: শ্রীংলাকে ডাকছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ভোটের আগেই কেন আমন্ত্রণ? প্রশ্ন তুলে বিক্ষোভে তৃণমূল
রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতর
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দার্জিলিং লোকসভা আসনে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা। তাঁকে নিয়ে বিগত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছে পাহাড়ের রাজনৈতিক মহলে। ভোট প্রচারে হোমওয়ার্কের পাঠ চুকিয়ে ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচিতে নেমে পড়েছেন তিনি। সূত্রের খবর, এরই মাঝে শুক্রবার তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসভায় আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার মুখে সমস্ত ছাত্রকে ওই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। যা ঘিরে পাল্টা আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শিক্ষাঙ্গনে রাজনীতি করছেন রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্য। লোকসভা ভোটের মুখে এভাবে হঠাৎ তাকে আমন্ত্রণ কেন? এই প্রশ্নে শুক্রবার বিক্ষোভ প্রদর্শনও করা হবে বলে খবর। পাশাপাশি এদিন একই ইস্যুতে পোস্টারিং চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

তৃণমূল ছাত্র পরিষদ নেতা মিঠুন বৈশ্যের দাবি, “উনি বিজেপির প্রার্থী হতে পারেন বলে প্রচার রয়েছে। এই সময়কালে অহেতুক তাঁকে এখানে আমন্ত্রণ জানানো হল। ছাত্রদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বক্তৃতা সভা হলে আমরা পাল্টা বিক্ষোভ দেখাব। শ্রীংলাকে ঢুকতে দেব না।” 

যদিও বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলছেন, “ক্যামেরার সামনে কিছু বলব না। অনুষ্ঠান করছি। তবে বিতর্কিত বিষয়ে কিছু বলতে পারব না। আমাদের ওপর চাপ আছে।” এমতাবস্তায় বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসে শ্রীংলাকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। 

Next Article