Panchayat Election 2023: চোপড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মীকে দেখতে নার্সিংহোমে ছুটলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ

Prasenjit Chowdhury | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 2:37 AM

Shankar Ghosh: বৃহস্পতিবার সন্ধেয় আহত ওই কিশোরকে দেখতে নার্সিংহোমে ছুটলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। গুলিবিদ্ধ ওই কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে কথা বলে, গোটা বিষয়টি বোঝার চেষ্টা করেন।

Panchayat Election 2023: চোপড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মীকে দেখতে নার্সিংহোমে ছুটলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ
চোপড়ার আক্রান্তকে দেখতে গেলেন বিজেপি বিধায়ক

Follow Us

শিলিগুড়ি: মনোনয়ন পর্বের (Nomination of Panchayat) শেষ দিনে সকাল থেকে উত্তপ্ত রাজ্য। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra) বাম-কংগ্রেস কর্মীদের কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের সংঘর্ষের সময়েই এই গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে বিরোধী জোটের তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে এক সিপিএম কর্মী ভর্তি রয়েছে শিলিগুড়ির এক নার্সিংহোমে। বৃহস্পতিবার সন্ধেয় আহত ওই কিশোরকে দেখতে নার্সিংহোমে ছুটলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। গুলিবিদ্ধ ওই কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে কথা বলে, গোটা বিষয়টি বোঝার চেষ্টা করেন।

পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘যে সব বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন… তাঁরা বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। দল হিসেবে আমাদের দায়িত্ব রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের পাশে দাঁড়ানো। সেই দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করার চেষ্টা করছি। আমরা বার বার করে বলেছি, নো ভোট টু মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দলই নয়, এটা একটা দুষ্কৃতীদের দলে পরিণত হয়েছে। একটা সাধারণ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তারা এভাবে নির্বিচারে গোলা-গুলি-বন্দুক ব্যবহার করে শাসন ক্ষমতায় টিকে থাকতে চায়। পশ্চিমবঙ্গের গণতন্ত্র যে ভেঙে পড়েছে, তা চোপড়ার ঘটনা আরও একবার প্রমাণ করল।’

শংকর ঘোষ জানালেন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর কথা হয়েছে এই বিষয়ে। বললেন, ‘শুভেন্দুদা আমাকে বলেছেন, আক্রান্তদের সঙ্গে গিয়ে দেখা করতে। বিরোধী দলের নেতৃত্ব হিসেবে আমরা পরিবারের পাশে আছি। বগটুইয়ের ঘটনা হোক, বা যেখানেই বিরোধীরা আক্রান্ত হয়েছেন, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। চোপড়ার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আক্রান্তদের পরিবার যেভাবে আমাদের সাহায্য চাইবে, আমরা সেই সাহায্য করার জন্য প্রস্তুত।’

Next Article