Siliguri Girl Child Harassment: চকোলেট খাওয়াবে বলেছিল বাড়িওয়ালা ‘কাকু’, পরে জঙ্গলের ভিতর ‘অন্যরকম আওয়াজেই’ ফাঁস কীর্তি
Siliguri Girl Child Harassment: স্থানীয় সূত্রে খবর, গত আট দিন আগে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠেছিলেন দম্পতি।
শিলিগুড়ি: খুব বেশিদিন হয়নি ভাড়া বাড়িতে এসেছেন ওঁরা। হাতে গোনা আটদিন হবে হয়ত। কিন্তু এরমধ্যে যে এতবড় বিপদ ঘটে যাবে তা কেউ আশা করেনি। ছোট্ট মেয়েটিকে এখন চিন্তার শেষ নেই পরিবারের!
স্থানীয় সূত্রে খবর, গত আট দিন আগে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠেছিলেন দম্পতি। সঙ্গে ছিল তাঁদের বছর পাঁচেকের ছোট্ট মেয়ে। প্রথম কয়েকটা দিন ভালোই কাটছিল। কিন্তু তারপরই ঘনিয়ে এল বিপদ। চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে।
এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি সবসময়ই নেশা করে থাকত। গতকাল হঠাৎ ওই শিশুকন্যাকে চকোলেট দেওয়ার নাম করে বাড়ি থেকে দেড়-দু কিলোমিটার দূরে জঙ্গলে নিয়ে যায় । এরপর কুকর্ম করার চেষ্টা করে সে। কিন্তু তখনই ওই স্থান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনজন। বাচ্চাটির চিৎকার কানে যেতেই সন্দেহ হয় তাঁদের। তখনই তাঁরা ধরে ফেলে অভিযুক্তকে। তাঁরাই নাবালিকাকে উদ্ধার করে বিপদ থেকে। পরে, শিশু কন্যাকে বাড়ি পৌঁছে দেন পথচারীরা।
এদিকে, গোটা ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তড়িঘড়ি খবর দেওয়া হয় ভাক্তিনগর থানায়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। কিন্তু পুলিশ আসার আগেই স্থানীয়দের ক্ষোভ উগরে পড়ে এলাকাবাসীর উপর।অভিযুক্ত ব্যক্তিকে মারধর করেন এলাকার বাসিন্দারা। তবে, পুলিশ চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে এলাকার বাসিন্দারা।
শিশুকন্যার মা জানান, “প্রতিদিনের মত আমরা সকালে কাজে যাই রাত্রে বাড়ি ফিরি। এসে শুনি যে আমার আমার বাচ্চার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তবে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। দোষীদের শাস্তি চাই।”