শিলিগুড়ি: জঙ্গলের গায়ে গজিয়ে উঠছে একের পর এক রিসর্ট। জলদাপাড়া,লাটাগুড়ি, গাজলডোবায় যত্রতত্র বেআইনি রিসর্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মেয়র গৌতম দেব। বিষয়টি জানার পরই কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। বিল্ডিংয়ের প্ল্যান যেন পঞ্চায়েত থেকে না দেওয়া হয় কড়া নির্দেশ মমতার। আদিবাসীদের জমি কোনও ভাবেই নেওয়া যাবে না। সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া মেটিলির বিডিও অভিনন্দন ঘোষ। ওই এলাকায় জাতীয় সড়কের পাশেই গজিয়ে উঠছিল আস্ত রিসর্ট। যেটি জেলা পরিষদের যথাযথ অনুমতিক্রমে হচ্ছে কি না তা খতিয়ে দেখছে।
এর আগে জমি দখল নিয়ে সরব হয়েছিলেন খোদ মমতাই। এরপর গজলডোবাসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু হলে। বন্ধ করে দেওয়া হয় একাধিক রিসর্ট। কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। যদিও অচিরেই তা থেমে যায়। শাসক নেতাদের একাংশের বিরুদ্ধেই জমির চরিত্র বদল, রিসর্ট গড়ে তোলার অভিযোগ সামনে আসতে থাকে। কিন্তু অভিযান বন্ধ হতেই ফের একের পর এক চালু হয়ে যায় রিসর্টগুলি।
এরপর বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রশাসনিক সভামঞ্চে এসব নিয়ে মমতার দৃষ্টি আকর্ষণ করেন মেয়র গৌতম দেব। আজ তিনি জানান, “বন রক্ষায় আইন কঠোর ভাবে যাতে মানা হয় তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি নির্দেশিকা দিয়েছেন। চপরামারিসহ নানা এলাকায় রিসর্ট গড়ে উঠছে জঙ্গলের জমিতেই। এসব রোধে পদক্ষেপ করা হবে।”