Siliguri: শিলিগুড়ির বাংলোতে মা-ছেলের রহস্যমৃত্য়ু, কারণ ঘিরে ধোঁয়াশা

Prasenjit Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2025 | 5:05 PM

Siliguri: প্রাথমিকভাবে পুলিশের অনুমান,  প্রবল ঠান্ডায় ঘরে আগুন জ্বালিয়ে শুয়েছিলেন তাঁরা৷ জানা গিয়েছে, তিথির স্বামী সুজিত দাস ঠিকাদারির কাজ করেন। শিলিগুড়িতে একটি বাংলোতে থাকেন তিনি। যে ঘরে তিথি তাঁর ছেলে-মেয়েকে নিয়েছিলেন।

Siliguri: শিলিগুড়ির বাংলোতে মা-ছেলের রহস্যমৃত্য়ু, কারণ ঘিরে ধোঁয়াশা
শিলিগুড়ির বাংলোতে মা-ছেলের রহস্যমৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: রাতে অনলাইনে খাবারও আনিয়েছিলেন। রাতে তাই খেয়েই শুয়ে পড়েছিলেন, কিন্তু সকালেই মর্মান্তিক ঘটনা। বাথরুমের সামনে পড়েছিল মায়ের দেহ। খাটে ছেলের। বিছানায় অচৈতন্য অবস্থায় উদ্ধার আঠেরো বছরের মেয়ে।
শিলিগুড়িতে উত্তরায়ন টাউনশিপের এক বাংলোয় রহস্যজনকভাবে মৃত্যু হল মা ও ছেলের।  কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তিথি দা  ও তাঁর আট বছরের ছেলে তেজস।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান,  প্রবল ঠান্ডায় ঘরে আগুন জ্বালিয়ে শুয়েছিলেন তাঁরা৷ শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তিথির স্বামী সুজিত দাস ঠিকাদারির কাজ করেন। শিলিগুড়িতে একটি বাংলোতে থাকেন তিনি। যে ঘরে তিথি তাঁর ছেলে-মেয়েকে নিয়েছিলেন। পাশের ঘরে ছিলেন তাঁদের এক আত্মীয় তন্ময় সরকার।

তন্ময় সরকারই সকালে পুলিশে খবর দেন। এই তন্ময়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘরে বাথরুমের সামনে মায়ের দেহ মেলে। অন্যদিকে বিছানাতেই শিশুর দেহ মেলে। ঘরেই অচৈতন্য অবস্থায় ছিল বছর আঠেরোর মেয়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article