Siliguri: তৃণমূল বনাম তৃণমূল! কলেজে সরস্বতী পূজার অনুষ্ঠান বাতিলের সম্ভাবনা

Prasenjit Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2025 | 3:44 PM

Siliguri: এই শিলিগুড়ি কলেজের ৭৫ বছর উপলক্ষে আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু অভিযোগ, একই সময়ে আজ কলেজের মাঠে ডিজে আয়োজন করেছে কমার্স কলেজ। পাশাপাশি শিলিগুড়ি কলেজের অনুষ্ঠান বাতিল করতে হুমকি দেওয়া হচ্ছে।

Siliguri: তৃণমূল বনাম তৃণমূল! কলেজে সরস্বতী পূজার অনুষ্ঠান বাতিলের সম্ভাবনা
শিলিগুড়ি কলেজে কোন্দল
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: তৃণমূল বনাম তৃণমূল হুমকির জেরে সরস্বতী পূজার অনুষ্ঠান বাতিল হওয়ার উপক্রম শিলিগুড়ি কলেজে। পুলিশ বাহিনী কলেজে। কলেজে জেলা তৃণমূলের নেতারাও। শিলিগুড়ির কলেজ ক্যাম্পাসেই চলে শিলিগুড়ি কমার্স কলেজ। এই কলেজের মাঠেই রবিবারই পূজা হয়েছে কমার্স কলেজে। এদিকে আজ পূজা শিলিগুড়ি কলেজে। এই শিলিগুড়ি কলেজের ৭৫ বছর উপলক্ষে আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু অভিযোগ, একই সময়ে আজ কলেজের মাঠে ডিজে আয়োজন করেছে কমার্স কলেজ। পাশাপাশি শিলিগুড়ি কলেজের অনুষ্ঠান বাতিল করতে হুমকি দেওয়া হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় কলেজে ঘুরছে পুলিশ। মেয়র গৌতম দেবের নির্দেশে পরিস্থিতি সামলাতে আসেন জেলা তৃণমূলের নেতারাও। অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়ালা বলেন, “হুমকি সংস্কৃতি চলছে। আমাদের অনুষ্ঠান কীভাবে হবে? বহিরাগত ছাত্রনেতা হুমকি দিচ্ছেন।”

জেলা যুব তৃণমূল সভাপতি নির্ণয় রায় বলেন,  “দল এসব সমর্থন করে না। দলের বিষয় নেই।” অন্যদিকে মেয়রের নির্দেশে কলেজে এসে বৈঠকের পর তৃণমূল শিক্ষা সেলের নেতা সুপ্রকাশ রায় বলেন,  “আমি পূজার নিমন্ত্রণে এসেছি। অন্য কিছুই জানি না।”

প্রসঙ্গত, সরস্বতী পুজোয় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের একাধিক চিত্র সামনে এসেছে। যোগেশচন্দ্র ল’ কলেজ থেকে যে অভিযোগের সূত্রপাত, তা অ্যান্ড্রিউজ কলেজ থেকে শুরু করে চিত্তরঞ্জন কলেজেও আসে। জেলায় একাধিক কলেজেও সেই অভিযোগ সামনে এসেছে।