ধূপগুড়ি: উপনির্বাচনের আবহে তপ্ত ধূপগুড়ি (Dhupguri by-election)। শাসক থেকে বিরোধী, বিগত কয়েকদিনে জোরকদমে প্রচার চালিয়েছে সব দলই। নির্বাচন কমিশন বলছে, রবিবার পর্যন্তই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচার করা যাবে। তারপর আর করা যাবে না প্রচার। তাই শেষদিনের প্রচারে কেউই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আগামী ৫ সেপ্টেম্বর হতে চলেছে ভোটগ্রহণ। ৮ তারিখ বের হবে ভোটের ফল। প্রসঙ্গত, এই কেন্দ্রে বিজেপির বিধায়ক থিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর কারণেই এই আসনে ফের ভোট হতে চলেছে। তৃণমূল তো লড়ছেই, একইসঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছে বাম-কংগ্রেস জোট প্রার্থীও। শেষবেলার প্রচারে ঝড় তুলছেন তিন দলের প্রার্থীরাই। জিততে মরিয়া সকলেই।
প্রসঙ্গত, একদিন আগেই ধূপগুড়িতে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা। যা নিয়ে দিনভর তপ্ত ছিল জেলার রাজনৈতিক মহল। অন্যদিকে এদিন শেষবেলায় রাজ্যের শাসকদলের ব্যাটন হাতে নিয়ে প্রচারে আসছেন ফিরহাদ হাকিম, সোহম, মিমি। অন্যদিকে জেতা আসন ধরে রাখতে গেরুয়া ব্রিগেডের হয়ে ঝড় তুলতে চলেছেন সুকান্ত, শুভেন্দু। পাশাপাশি বাম কর্মীদের নিয়ে শেষ প্রচার রয়েছে সুজন চক্রবর্তীর।
ভোটের আবহে বিগত কয়েকদিন ধরেই যেন বদলে গিয়েছে ধূপগুড়ির রূপ। নানা দলের ভিন্ন ভিন্ন রঙের পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এই কালারফুল ধূপগুড়িই চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ সবদলেরই। এখন দেখার শাসক-বিরোধীদের অ্য়াসিড টেস্ট শেষ হাসি কে হাসে।