AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal: তাপমাত্রা পেরিয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি, বাগডোগরায় মৃত্যু ভিখারির

North Bengal: ১০ জুন পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। তারপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে জেলায় জেলায়।

North Bengal: তাপমাত্রা পেরিয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি, বাগডোগরায় মৃত্যু ভিখারির
মৃত্যু এক ভিখারির
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 12:09 AM
Share

বাগডোগরায়: কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরের ইটাহারে গরমে হাঁসফাঁস করতে করতে মৃত্যু হয় জয়ন্তী চৌধুরী নামে এক মহিলার। তাঁর বাড়ি মালদায় (Malda)। উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) মেয়ের বাড়ি এসেছিলেন তিনি। সেখানেই তীব্র দাবদাহের কবলে পড়ে মৃত্যু হয়ে যায় তাঁর। এমনটাই দাবি পরিবারের সদস্যদের। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এবার কার্যত একই ছবি দেখতে পাওয়া গেল বাগডোগরায় (Bagdogra)। এক ভিখারির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তীব্র দাবদাহের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকাতে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন ওই বৃদ্ধা। এদিন ওই এলাকা থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, এদিন স্থানীয় পঞ্চায়েত কার্যালয় খুলতে এসে কর্মীদের নজরে আসে বারান্দায় এক মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তখনই তাঁরা খবর দেন প্রধানকে। খবর পেয়ে প্রধান সঞ্জীব সিনহা ঘটনাস্থলে এসে বাগডোগরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রবল গরমেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে মনে করছেন পঞ্চায়েতের প্রধান।

যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। মৃতার নাম পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। ১০ জুন পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। তারপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে জেলায় জেলায়। এদিকে বর্তমানে একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কোথাও আবার তা পেরিয়েও গিয়েছে। বুধবারই বাগডোগরায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। তারমধ্যে এ ঘটনায় স্বভাবতই উদ্বেগ বাড়ছে আম-আদমির।