এক বেলা করে আসবে পানীয় জল! কাজ মেটাবেন কীভাবে? জানাল পৌরসভা

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2024 | 12:37 PM

Siliguri: তবে শহরবাসীর যাতে অসুবিধা কম হয় সেই চেষ্টা করেছে শিলিগুড়ি পুরনিগম। যেহেতু বিকেলের দিকে পরিষেবা বন্ধ থাকবে সেই কারণে ওই সময় শহরে পাঠানো হবে জলের ট্যাঙ্ক ও পাউচ। সাধারণ মানুষ সেই জল সংগ্রহ রাখতে পারবেন তিনদিন।

এক বেলা করে আসবে পানীয় জল! কাজ মেটাবেন কীভাবে? জানাল পৌরসভা
পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শহরে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: বিপাকে পড়তে হতে পারে শহরবাসীকে। কারণ আগামী তিন দিন একবেলা করে পানীয় জল সরবরাহ করা হবে। ফলে নাজেহাল অবস্থা না হলেও, সাময়িক কিছু সমস্যার মুখে পড়তে পারেন শহরবাসী। আজ থেকে একবেলা করে জল পাবেন শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার বাসিন্দারা।

শিলিগুড়ির যেখান থেকে জল সংগ্রহ করা হয় সেখানে দু’টি মেশিন রয়েছে। যার রক্ষণাবেক্ষণ হয় না। সেই কারণেই ওই মেশিন দু’টি বন্ধ রাখা হবে তিনদিন। রক্ষণাবেক্ষণ করা হবে। তার জেরে সকালের দিকে জল দেওয়া হলেও, বিকালে বন্ধ রাখা হবে পানীয় জল পরিষেবা।

তাহলে জল পাবেন কী করে বাসিন্দারা?

তবে শহরবাসীর যাতে অসুবিধা কম হয় সেই চেষ্টা করেছে শিলিগুড়ি পুরনিগম। যেহেতু বিকেলের দিকে পরিষেবা বন্ধ থাকবে সেই কারণে ওই সময় শহরে পাঠানো হবে জলের ট্যাঙ্ক ও পাউচ। সাধারণ মানুষ সেই জল সংগ্রহ রাখতে পারবেন তিনদিন। সম্প্রতি, কলকাতারও কয়েকটি অংশেও জল বন্ধ ছিল। টালার জলাধার এবং পলতা জলাধার উৎপাদন কেন্দ্রে নতুন যন্ত্রপাতি বসানো এবং মেরামতের জন্য এই জল সরবরাহ বন্ধ রাখা হয়। যার জেরে এক নম্বর বোরো থেকে আট নম্বর বোরো পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয় পরিষেবা।

Next Article