Corruption Allegation: কারা করল টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস? কারা বাড়াল নম্বর? তদন্ত করুক জাতীয় মেডিকেল কমিশন, জোরাল দাবি চিকিৎসক মহলে

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Sep 08, 2024 | 3:27 PM

Corruption Allegation: আরজি কর কাণ্ডের শুরু থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বারবার প্রশ্নফাঁস, নম্বর বাড়িয়ে দেওয়া, বদলিতে প্রভাব খাটানো সহ গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। বিতর্ক বেড়েছে ‘উত্তরবঙ্গ লবি’ নিয়ে।

Corruption Allegation: কারা করল টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস? কারা বাড়াল নম্বর? তদন্ত করুক জাতীয় মেডিকেল কমিশন, জোরাল দাবি চিকিৎসক মহলে
বাড়ছে চাপানউতোর
Image Credit source: Facebook

Follow Us

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-সহ বিভিন্ন মেডিকেলে টাকার বিনিময়ে প্রশ্নফাঁস, নম্বর বাড়িয়ে দেওয়া-সহ নানা দুর্নীতিতে এবার বৃহত্তর আকারে তদন্তের দাবি তুললেন উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী চিকিৎসকেরা। তাঁদের অভিযোগ, এটা সিন্ডিকেট। বিচারবিভাগীয় তদন্ত বা দেশের বিভিন্ন জাতীয় মেডিকেল কাউন্সিলের উচিত দ্রুত তদন্তে নামা। কারা টুকে পাশ করছেন। কাদের নম্বর বাড়ছে তা খতিয়ে দেখার জোরাল দাবি তুলছেন তাঁরা। 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের শুরু থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বারবার প্রশ্নফাঁস, নম্বর বাড়িয়ে দেওয়া, বদলিতে প্রভাব খাটানো সহ গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। বিতর্ক বেড়েছে ‘উত্তরবঙ্গ লবি’ নিয়ে। অভিযোগ, এই লবির অঙ্গুলিহেলনে কার্যত ওঠবস করে স্বাস্থ্য দফতর। নাম জড়িয়েছে একাধিক নামজাদা চিকিৎসকের। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে বিতর্ক। 

খানিক হতাশার সুরেই প্রাক্তনীরা বলছেন, “আমরা নিজেরাও শঙ্কিত সবটা দেখে। আমরা অসুস্থ হলে কাদের কাছে যাব? ডাক্তাররা যারা টুকে বা নম্বর বাড়িয়ে পাশ করছেন, ঠিক করে রোগী দেখতে পারবেন তো? পেট চালাবেন কি করে? রোগীর মৃত্যু হবে নাতো?” উঠছে জাতীয় মেডিকেল কমিশনের তদন্তের দাবি। এখানেই না থেমে আরও ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলছেন, “শুধু অভীক দে বা বিরুপাক্ষ বিশ্বাস নয়, সংগঠিত অপরাধ এটা। আমরা যারা উত্তরবঙ্গ মেডিকেল থেকে পাশ করেছি আমরাও প্রশ্নের মুখে পড়ছি। ফলে লোক দেখানো তদন্ত করে লাভ নেই। জাতীয় মেডিকেল কমিশন তদন্ত শুরু করুক।” 

Next Article