Jalpaiguri: ‘ভূমি দফতরে ঘুঘুর বাসা’, ডেপুটেশনে কাজ না হলে ঝুলবে তালা, হুঁশিয়ারি বিজেপির

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Jan 02, 2024 | 5:30 PM

Jalpaiguri: এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। এদিন তিনি টেলিফোনে জানান, বাম আমলে নিতাই মণ্ডল সিপিএম কর্মী ছিলেন। তাঁদের মদতে ভূমি দফতরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে।

Jalpaiguri: ভূমি দফতরে ঘুঘুর বাসা, ডেপুটেশনে কাজ না হলে ঝুলবে তালা, হুঁশিয়ারি বিজেপির
বিক্ষোভে বিজেপি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: রাজগঞ্জের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ও নেতাদের সঙ্গে যোগসাজশ করে জমির চরিত্র বদল করে দিচ্ছেন ভূমি দফতরের আধিকারিক। প্রকাশ্যে চলছে বালি পাচার। অভিযোগ এমনই। নিয়মিত ভিডিয়ো ফুটেজ জমা দিলেও ব্যাবস্থা নেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে রাজগঞ্জ ব্লকের ভূমি দফতরে মঙ্গলবার দুপুরে স্মারকলিপি দিল বিজেপি। স্মারকলিপি জমা দিয়ে বিজেপি নেতা সাফ বললেন, আজ ডেপুটেশন দিলাম। এক মাসের মধ্যে কাজ না হলে বিএলআরও অফিসে অভিযান চালিয়ে তালা ঝোলানো হবে। বিজেপি নেতার এ বক্তব্যে শোরগোল জেলার রাজনৈতিক মহলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মণ্ডল, বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস, বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক, বিজেপি নেতা তপন রায়,আশিস দে সহ আরও অনেকে।

বিজেপি জেলা কমিটির সদস্য তথা রাজগঞ্জের ব্লক সভাপতি নিতাই মণ্ডল বলেন, রাজগঞ্জে সরকারি জমি দখল করে নেওয়া হচ্ছে শাসকদলের কিছু নেতার মদতে। এর সঙ্গে আধিকারিকেরাও যুক্ত রয়েছে। ওরাই রাতারাতি জমির চরিত্র বদল করে দিচ্ছে। প্রশাসনের প্রত্যক্ষ মদতে বিভিন্ন নদী থেকে বালি তোলা হচ্ছে। আজ আমরা ডেপুটেশন দিলাম। এক মাসের সময় দিলাম। যদি এর মধ্যে অবস্থা পরিবর্তন না হয় তবে এর পর ভূমি ও রাজস্ব দপ্তরে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।  

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। এদিন তিনি টেলিফোনে জানান, বাম আমলে নিতাই মণ্ডল সিপিএম কর্মী ছিলেন। তাঁদের মদতে ভূমি দফতরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। এখন সেই বাসা ভেঙে দেওয়া হচ্ছে। আমি আদি তৃণমূল। বাম আমলে প্রচুর অত্যাচার সহ্য করেছি। এখন কার মাথা ফাটায় দেখা যাবে।

বিএলআরও সুখেন্দু রায় বলেন, আজ স্মারকলিপি পেলাম। আমি আজই এই পদে যোগ দিয়েছি। এখনও সম্পূর্ণ দফতরের চার্জ পাইনি। তবে যেই নয় দফা অভিযোগ করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

Next Article