AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রাখি কার্ড দেবেন বলেছিলেন, তৃণমূলে যোগ দেওয়াচ্ছেন কেন?’ নেতার সামনেই ব্যাগড়া রাখিশিল্পীর

তৃণমূলে আদৌ তাঁর যোগদানের কোনও ইচ্ছাই নেই। হুগলির পাণ্ডুয়ার ফুটবল মাঠে তৃণমূলের কর্মসূচিতে এক ব্যতিক্রমী ঘটনা।

'রাখি কার্ড দেবেন বলেছিলেন, তৃণমূলে যোগ দেওয়াচ্ছেন কেন?' নেতার সামনেই ব্যাগড়া রাখিশিল্পীর
মঞ্চে বিতর্ক তৈরি করেছিলেন এই মহিলাই
| Updated on: Dec 27, 2020 | 6:02 PM
Share

হুগলি: বড় ব্যানারে নেত্রীর ছবি। তৈরি মঞ্চ। উপস্থিত নেতারাও। তৃণমূলে যোগদান কর্মসূচির মঞ্চে তখন শেষ মুহূর্তে প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত তখন বহু রাখি শিল্পী। যাঁরা নাকি তৃণমূলে যোগদান করবেন। আচমকাই গোটা আবহে ছন্দপতন। এক মহিলার চেঁচামেচি। সকলেই বিস্মিত তখন। তাঁর দাবি তাঁকে নাকি ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তৃণমূলে আদৌ তাঁর যোগদানের কোনও ইচ্ছাই নেই। হুগলির (Hooghly) পাণ্ডুয়ার ফুটবল মাঠে তৃণমূলের কর্মসূচিতে এক ব্যতিক্রমী ঘটনা।

নাম শ্রাবণী চট্টোপাধ্যায়। তিনি হুগলির পাণ্ডুয়ার থই পাড়ার বাসিন্দা। তাঁর দাবি, তাঁকে নাকি বলা হয়েছিল রাখি কার্ড দেওয়া হবে, সেই কথা শুনেই এসেছিলেন তিনি। এসে দেখেন, বড় ব্যানারে লেখা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” আর তা দেখেই ব্যাগড়া দেন তিনি। শুধু তাই নয়, শ্রাবণী দাবি করেন, তাঁর মত অনেক রাখি শিল্পীকেই ভুল বুঝিয়ে রাখি কার্ড দেওয়ার নাম করে এখানে নিয়ে আসা হয়েছে।

মহিলাকে সামলাতে বেজায় অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতৃত্ব। শ্রাবণীকে নিয়ে হট্টগোল পড়ে যায় এলাকায়। তাঁকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। পরে পুলিস তাঁকে সরিয়ে নিয়ে যান। অনুষ্ঠান মঞ্চে তখন উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। অস্বস্তি এড়িয়ে তিনি বলেন, ” ঘোষনা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। রাখি শ্রমিকদের সম্পর্কে আমরা জানিয়েছি আমাদের সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে। যেহেতু রাখি শিল্পীদের সংখ্যা এক হাজারেরও বেশি, তাঁরা রাজ্য সরকারের অনেক সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাবেন। ওঁকে কেউ চেনেও না। ডাকেও নি।”

পান্ডুয়া ব্লক তৃনমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, “ওঁকে কেউ ডাকেনি। বিজেপির লোক হয়ে এখানে অশান্তি পাকাতে এসেছেন।” তৃণমূল নেতা দিলীপ যাদব দাবি করেন, ১১ টি ব্লক থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার তপশিলি জাতি উপজাতির মহিলা এদিন তৃনমূলে যোগদান করেছেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রক আমার কথায় চললে শাহের পদত্যাগ করা উচিত, ‘গরু পাচারকারী’ অভিযোগের জবাব অভিষেকের

যদিও এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অশোক দত্ত বলেন, “আজকে প্রমাণ হল পাণ্ডুয়াতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দলে যোগ দেওয়াচ্ছে তৃণমূল। আজ নেতার সামনে স্থানীয় নেতৃত্ব দেখাতে গিয়েছিলেন কত লোক তৃণমূলে যোগদান করল! কিন্তু বাস্তবটা সামনেই চলে এল। “