হুগলি: প্রকল্পের বরাদ্দ টাকা না পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে হামলা। চেয়ার-টেবিল উল্টে, নথি-পত্র ছড়িয়ে আধিকারিদের শাসানি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় কার্যত তাজ্জব ওই অফিসের কর্মীরা।
জানা গিয়েছে, বাংলা মাতৃ প্রকল্পের টাকা না পাওয়ায় এদিন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালান জনৈক অমরনাথ গোলদার। ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বুধবার সকালে স্বাস্থ্যকেন্দ্র খোলার প্রায় সঙ্গে সঙ্গেই প্রায় ঝড়ের বেগে সেখানে প্রবেশ করেন অমরনাথ। প্রকল্পের অর্থ কেননি পাননি তা জিজ্ঞেস করতে থাকেন। অভিযোগ, এর পর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই আরও কয়েকজনকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর শুরু করেন তিনি। প্রথমে অফিসের চেয়ার টেবিল উল্টে দেওয়া হয়। নথি ও খাতাপত্র ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয। তারপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে স্বাস্থ্যকর্মীদের শাসানি দেন ওই ব্যক্তি। এমনটাই অভিযোগ।
অমর নাথ নাকি দাবি করেন, আবেদনপত্র লিখে মাতৃ প্রকল্পের টাকা দেওয়ার ব্যবস্থা করে দিতেই হবে তাঁকে। প্রথমে আশাকর্মীকে হুমকি দেন। তার পর ভাঙচুর শুরু করেন অফিস। চাঁপসরা স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী সুমিত্রা কোলের কথায়, “ফর্ম ফিলাপ করা আমাদের কাজ নয়। কিন্তু উনি দাবি করেন আমাদেরই আবেদনপত্র লিখে দিতে হবে। তা না করায় আমাকে হুমকি দেওয়া হয়।”
ওই আশাকর্মীর দাবি, তাঁর বাড়ি অমরনাথের বাড়ির কাছেই। এখন অমরনাথের ভয়ে তিনি বাড়ি ফিরতেই পারছেন না।
এদিকে অভিযুক্ত অমর নাথ গোলদারের দাবি, আবেদনপত্র পূরণের নামে জন্য বারবার তাঁকে ফিরিয়ে দেয় স্বাস্থ্যকেন্দ্র। তাঁর অভিযোগ, ওই আশা কর্মী কোনও কাজ করেন না। কিন্তু তা বলে সরকারি অফিসে হামলা করতে গেলেন কেন?
আরও পড়ুন: ভাঙড়ে অব্যাহত হিংসা! তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ
অমরনাথের কথায়, “আমি কোনও হামলা করিনি। আমি বিজেপি করি তাই আমাকে ফাঁসানো হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বলে এখানকার অনেককেই মাতৃ প্রকল্পের টাকা দেওয়া হয়নি।