Road Accident: স্কুলে গিয়েও আর বাড়ি ফেরা হল না, রাস্তা থেকেই হাসপাতালে গেল দীপের রক্তাক্ত দেহ

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Jan 22, 2025 | 6:01 PM

Road Accident: ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকের ছায়া দীপের পরিবারে। এলাকার লোকজন বলছেন দীপের কোনও দোষই নেই। সে ঠিকভাবে রাস্তা দিয়ে গেলেও লরিটাই আচমকা তীব্র গতিতে এসে তাকে ধাক্কা মারে।

Road Accident: স্কুলে গিয়েও আর বাড়ি ফেরা হল না, রাস্তা থেকেই হাসপাতালে গেল দীপের রক্তাক্ত দেহ
তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

তারকেশ্বর: আর পাঁচদিনের মতো নির্দিষ্ট সময়েই স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তেরো বছরের ছেলেটা। কিন্তু কে জানতো পথেই তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ। কে জানতো আর পায়ে হেঁটে বাড়ি ফেরা হবে না ছোট্ট দীপের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সাইকেল নিয়ে চাঁদপুরের বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র দীপ কোলে। কিন্তু, রাস্তাতেই একটি লরি সজোরে ধাক্কা মারে তাকে। 

লরির ধাক্কার তীব্রতায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে দীপ। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দীপকে উদ্ধার করে তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে হাসপাতালে ভর্তি করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকের ছায়া দীপের পরিবারে। এলাকার লোকজন বলছেন দীপের কোনও দোষই নেই। সে ঠিকভাবে রাস্তা দিয়ে গেলেও লরিটাই আচমকা তীব্র গতিতে এসে তাকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তেই জ্ঞানও হারিয়ে ফেলে ছেলেটা। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে ঘাতক লরিটির সঙ্গে চালককে আটক করা হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। 

Next Article