Uttarpara: পুলিশ সেজে হাতসাফাই! কিছু বুঝে ওঠার আগেই আংটি নিয়ে চম্পট

Ashique Insan | Edited By: Soumya Saha

Jul 01, 2024 | 9:22 PM

Hooghly: অভ্যেস মতো এদিন সকালে গঙ্গার ধারের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন প্রদীপ সরকার নামে এলাকার এক স্থানীয় বৃদ্ধ। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি দোকানে দাঁড়ান তিনি। বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনছিলেন। সেই সময়েই এক ব্যক্তি বাইক ছুটিয়ে এসে থামে রাস্তার ধারে। বাইক থেকে নেমে এক যুবক বৃদ্ধের কাছে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়।

Uttarpara: পুলিশ সেজে হাতসাফাই! কিছু বুঝে ওঠার আগেই আংটি নিয়ে চম্পট
উত্তরপাড়ায় পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তরপাড়া: পুলিশ সেজে ছিনতাইয়ের অভিযোগে শোরগোল হুগলির উত্তরপাড়ায়। এক বৃদ্ধের হাতের আংটি ছিনতাই করে পালাল দুষ্কৃতীদের গ্যাং। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার বি বি স্ট্রিট এলাকায়। জানা যাচ্ছে, অভ্যেস মতো এদিন সকালে গঙ্গার ধারের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন প্রদীপ সরকার নামে এলাকার এক স্থানীয় বৃদ্ধ। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি দোকানে দাঁড়ান তিনি। বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনছিলেন। সেই সময়েই এক ব্যক্তি বাইক ছুটিয়ে এসে থামে রাস্তার ধারে। বাইক থেকে নেমে এক যুবক বৃদ্ধের কাছে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। বৃদ্ধের বিশ্বাস অর্জনের জন্য একটি আইডেন্টিটি কার্ডও দেখায়।

বৃদ্ধ প্রদীপবাবু ওই যুবকের কথা বিশ্বাস করতে শুরু করেছেন, তা বুঝতে পেরেই পরের চাল খেলে ছিনতাইবাজ। বৃদ্ধের হাতে আংটি ছিল। বৃদ্ধকে ওই যুবক পরামর্শ দেয়, চারদিকে ছিনতাই হচ্ছে, আংটি খুলে ব্যাগে ঢুকিয়ে রাখুন। সেই সময়েই বাইকে চেপে আরও একজন ব্যক্তি এসে থামে সেখানে। ওই যুবক তাকেও বলে গলার চেন খুলে ব্যাগে ঢুকিয়ে রাখতে। এসব দেখে বৃদ্ধও হাত থেকে আংটি খুলে পকেটে ঢুকিয়ে নেন ওই যুবকের কথা মতো। তখন যুবক তাঁকে আবার বলে, পকেটে নয়, ব্যাগে রাখুন। এই বলে পুলিশের পরিচয় দেওয়া ওই যুবক নিজেই বৃদ্ধের হাত থেকে আংটি নিয়ে নিজেই বৃদ্ধের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাইক নিয়ে চলে যায়।

পরে বৃদ্ধ ব্যাগ খুলে দেখেন, সেখানে আংটি নেই। তখনই গোটা বিষয়টি বুঝতে পারেন তিনি। বৃদ্ধের সন্দেহ, যে ব্যক্তি পরে বাইক নিয়ে এসেছিল, সেই ব্যক্তিও এই ছিনতাই দলেরই সদস্য। উত্তরপাড়া থানার পুলিশকে গোটা বিষয়টি জানান তিনি।পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Next Article