Arambag: প্রৌঢ়কে পিটিয়ে খুন, দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ
Arambag:মকবুলের পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে স্থানীয় এলাকায় ধান বাড়িতে বওয়াকে কেন্দ্র করে দুই পাড়ায় কিছু মানুষের সঙ্গে বচসা হয়। সেই বচসায় মকবুলও ছিলেন। অভিযোগ,এরই প্রতিশোধ নিতে এদিন সকালে মকবুল যখন মাঠে ধান কাটছিলেন তখনই কয়েকজন দুস্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করতে থাকেন।
আরামবাগ: পাড়াগত বিবাদের জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। চরম উত্তেজনা খানাকুলের সুলুট এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে আরামবাগ এস ডি পি ও। জানা গিয়েছে, মৃতের নাম সেখ মকবুল রহমান মল্লিক।
মকবুলের পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে স্থানীয় এলাকায় ধান বাড়িতে বওয়াকে কেন্দ্র করে দুই পাড়ায় কিছু মানুষের সঙ্গে বচসা হয়। সেই বচসায় মকবুলও ছিলেন। অভিযোগ,এরই প্রতিশোধ নিতে এদিন সকালে মকবুল যখন মাঠে ধান কাটছিলেন তখনই কয়েকজন দুস্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করতে থাকেন।
এদিকে মকবুলের পাড়ার লোকজন ঘটনার খবর পেয়ে দৌড়ে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। মকবুলের পরিবারের লোকজন ও এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মকবুলের মৃত্যুর খবর পেয়েই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। মৃতদেহ রাস্তায় রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। প্রায় ৪ঘণ্টা বিক্ষোভ চলছে। তার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ গেলে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পরে উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।