আরামবাগ: বিদ্যালয়ের ভেতর ছাত্রকে ব্লেড চালানোর অভিযোগ অন্য সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। ছাত্রের ঘাড়ে ব্লেড চালানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।খানাকুলের বালিপুর পুলিশ ক্যাম্প ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছে শ্রীরামপুর ব্লক হাসপাতাল।
অভিযোগ, রাজনৈতিক ছত্রছাওয়ায় থাকা খানাকুলের বালিপুরে ছাত্রদের ঔদ্ধত্য বেড়েই চলেছে। বিদ্যালয়ের শিক্ষকদের ও হেনস্থা করা হয় বলে অভিযোগ করছেন ছাত্রের অভিভাবক।
জানা গিয়েছে, খানাকুলের বালিপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র গৌরাঙ্গ সাধুখাঁ শুক্রবার সকালে স্কুল যায়, দ্বিতীয় পিরিয়ড হওয়ার পরেই সে গুরুতর আহত হয়ে পড়ে। জানা গিয়েছে, দ্বিতীয় ক্লাস শেষ করে স্কুলের হল থেকে বেরিয়ে আসছিল সেই সময় সিনিয়র কয়েকজন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা গৌরাঙ্গকে অন্য হলের ভেতর ঠিলে ফেলে দেয়, এরপর তার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ।
ব্লেড দিয়ে আঘাত করে গলায় বেশ কিছুটা কেটে দেয় এমনটাই অভিযোগ। এরপর শিক্ষকরা প্রাথমিক চিকিৎসার পর গৌরাঙ্গর পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ,অবস্থার অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জন্য নিয়ে আসে। অন্যদিকে খানাকুলের বালিপুর পুলিশ ক্যাম্পে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে অভিভাবকরা ও গ্রামবাসীরা পুলিশ ক্যাম্পের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায়। যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একজন শিক্ষিক বলেন, “দুই ছাত্রের মধ্যে গন্ডগোল হয়েছিল। এটাই শুনেছি। অভিভাবকদের জানানো হয়।” উল্লেখ্য, কিছুদিন এই স্কুলে শিক্ষক নিগ্রহেরও অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।