Arambagh: শরীরে একটা সুতো পর্যন্ত নেই, তান্ত্রিকের ‘ঝাড়ফুঁকে’ যা হল…
Arambagh: তন্ত্রসাধনার নামে নাবালিকাকে বেহুঁশ করে যৌন নির্যাতনের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। এমনকি আরও অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক । প্রথমে ভয়ে ওই নাবালিকা মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

আরামবাগ: তন্ত্রসাধনার নামে সপ্তম শ্রেণির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী তান্ত্রিকের বিরুদ্ধে। গোঘাটের বালি পঞ্চায়েতের দীঘড়া এলাকার চাঞ্চল্য।
তন্ত্রসাধনার নামে নাবালিকাকে বেহুঁশ করে যৌন নির্যাতনের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। এমনকি আরও অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক । প্রথমে ভয়ে ওই নাবালিকা মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক। তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুঁশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার জ্ঞান ফিরতেই দেখে তার শরীরে কোনও পোশাক নেই। বিষয়টির পর ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে বলে পরিবারের দাবি। অভিযোগ, ফের কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক। তখনই নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও বিষয়টি পরিবারকে জানায়।
বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার মহিলাদের মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিতেন ওই তান্ত্রিক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

