AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dankuni: চাঁদের মতো ডানকুনির রাস্তা, তাই ঘুরে বেরাল ল্যান্ডার ‘বিক্রম’!

Dankuni: ডানকুনির টি এন মুখোপাধ্যায় রোডে চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম নামিয়ে বিক্ষোভ বিজেপির। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। কিন্তু কেন এই বিক্ষোভ? কেনই বা হঠাৎ 'চন্দ্রযান' নেমে এল ডানকুনির রাস্তায়? ব্যাপারটা কী!

Dankuni: চাঁদের মতো ডানকুনির রাস্তা, তাই ঘুরে বেরাল ল্যান্ডার 'বিক্রম'!
চন্দ্রযান-৩ (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 2:09 PM
Share

ডানকুনি: বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে চন্দ্রযান-৩। মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইসরোর তৈরি এই নভোযান। আর এবার সেই ‘চন্দ্রযান’ নেমে এল ডানকুনির মাটিতে। ডানকুনির টি এন মুখোপাধ্যায় রোডে চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম নামিয়ে বিক্ষোভ বিজেপির। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। কিন্তু কেন এই বিক্ষোভ? কেনই বা হঠাৎ ‘চন্দ্রযান’ নেমে এল ডানকুনির রাস্তায়? ব্যাপারটা কী!

উল্লেখ্য, চন্দ্রাভিযান এর আগেও অনেক দেশ করেছে। ভারতের আগে চাঁদের মাটিতে সফল অবতরণও করেছে তিন দেশ। ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। কিন্তু চন্দ্রযান-৩ যা করেছে, তা এর আগে কেউ করতে পারেনি। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩, যা গোটা বিশ্বে এর আগে কেউ করেনি। চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠদেশ অনেকটা এবড়ো-খেবড়ো। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গর্ত। অনেকটা একইরকম হাল ডানকুনির এই রাস্তারও। খানা-খন্দে ভরা রাস্তা। দিল্লি রোড থেকে ডানকুনির কালীপুর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। তাই চাঁদের দক্ষিণ-মেরু তুল্য এই খানা-খন্দ ভরা রাস্তায় ‘চন্দ্রযান’ নামিয়ে অভিনব প্রতিবাদে সামিল বিজেপি।

BJP Protest in Dankuni

ডানকুনিতে বিজেপির বিক্ষোভ, সঙ্গে চন্দ্রযানের মডেল

বিজেপির অভিযোগ, ডানকুনির টি এন মুখোপাধ্যায় রোডের এই অংশের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। বার বার প্রশাসনকে জানিয়েও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বলে দাবি বিজেপির। এমন অবস্থায় আজ ‘চন্দ্রযানের’ মতো সাজিয়ে একটি মডেল রাস্তায় নামিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল বিজেপি যুব মোর্চা। যুব মোর্চার শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি নাটক করছে। শাসক শিবিরের বক্তব্য, রাস্তার খারাপ অবস্থার কথা তাদের অজানা নয়। পূর্ত দফতর কাজও করছে। কিন্তু গত ১৫-২০ দিন ধরে বৃষ্টি হচ্ছে, পিচের রাস্তা জলে নষ্ট হয়ে যাচ্ছে। তবে পুজোর আগে রাস্তা পুরোপুরি ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করছে শাসক শিবির।