AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Sinha On Chandranath Sinha: ‘একা চন্দ্রনাথ নয়…’, দুর্নীতি মামলায় মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত হতেই কী বললেন রাহুল?

Rahul Sinha On Chandranath Sinha: নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতে জানিয়েছে ইডি।  বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত।

Rahul Sinha On Chandranath Sinha: 'একা চন্দ্রনাথ নয়...', দুর্নীতি মামলায় মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত হতেই কী বললেন রাহুল?
বিজেপি নেতা রাহুল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 9:50 PM
Share

হুগলি: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বললেন, “শুধু একা চন্দ্রনাথ সিনহা নয়, সমস্ত তৃণমূল নেতার হাতে হাত কড়া পড়বে যারা চুরি করেছে। এখনও তদন্ত চলছে, বিজেপি ক্ষমতায় এলে তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে।” সিঙ্গুর বিধানসভার কালিয়াড়া এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্ত্যব করেন বিজেপি নেতা।

পুর দুর্নীতি মামলায় বেআইনি চাকরি দেওয়ার অভিযোগে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “পুর দুর্নীতি আর শিক্ষা দুর্নীতিই হোক কেউ ছাড় পাবে না। বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থলে। দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন দারুণভাবে জনবিস্ফোরণ হবে, সেই দিনই আপনি দেখতে পাবেন বাংলার মুক্তি , বাংলার উন্নতি।”

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতে জানিয়েছে ইডি।  বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। রেজিট্রেশনের সময় যে দামে কেনা হয়েছিল সেই মূল্য ধরেই বাজেয়াপ্ত। বর্তমান বাজারদর দ্বিগুণ। চন্দ্রনাথ প্রমাণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে এই সম্পত্তি নিলাম করতে পারবে ইডি।