হাওড়া: হাওড়া (Howrah) গ্রামীণের শ্যামপুরে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ভোট প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়ায় ভোটপ্রচারে বিজেপির এই তারকা প্রচারক। এদিন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে শ্যামপুর থেকে হোগলাসি মোড় পর্যন্ত রোড শো করেন মিঠুন।
হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মুখ করেছে টলিউড তারকা তনুশ্রীকে। সম্প্রতি পায়েল, শুভশ্রী, যশদের সঙ্গে তিনিও যোগ দেন বিজেপিতে। এদিন তাঁর হয়েই প্রচার করতে ময়দানে নামেন ‘এমজি’। এদিন বেলা ১২টা নাগাদ হেলিপ্যাডে পৌঁছন মিঠুন। সেখান থেকে বর্ণাঢ্য গাড়িতে শুরু করেন প্রচার।
আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে বিজেপি কর্মীদের ধাওয়া! উত্তেজনা ময়নাগুড়িতে
মিঠুনকে সামনে থেকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় ছিল দেখার মতো। তারকাসুলভ ভঙ্গিতেই প্রচারের ট্যাবলো থেকে হাত নাড়তে থাকেন মহাগুরু। যদিও এ জেলায় করোনার গ্রাফ ক্রমশ উঠছে। তবু সেসব দূরে ঠেলেই এদিন বাঙালির মহাগুরুকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।