Hooghly: বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লোহার রড-বাঁশ দিয়ে ‘মার’, ধনিয়েখালিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 01, 2024 | 9:30 AM

Hooghly: রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ধনিয়াখালির কানা নদী এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বিজেপির এস টি মোর্চার কর্মী সমীরণ মুর্মুর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে লাঠি, লোহার রড, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।

Hooghly: বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লোহার রড-বাঁশ দিয়ে মার, ধনিয়েখালিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ
হুগলিতে আক্রান্ত বিজেপি কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

 হুগলি:  ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। এক  বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালিতে। ঘটনায় গুরুতর আহত বিজেপি কর্মী সমীরণ মুর্মু। তাঁকে চুঁচুড়া  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ধনিয়াখালির কানা নদী এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বিজেপির এস টি মোর্চার কর্মী সমীরণ মুর্মুর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে লাঠি, লোহার রড, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। আক্রান্তের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

দলীয় কর্মীরা খবর পেয়েই ওই বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি দলীয় কার্যালয়ে নিয়ে যান। খবর দেওয়া হয় ধনিয়াখালি থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আক্রান্তের সঙ্গে কথা বলেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপি কর্মীর মা সরমা মুর্মুর অভিযোগ, “ছেলে বিজেপি করে বলেই  মারধর করেছে তৃণমূলের লোকজন। ওর সঙ্গে ব্যক্তিগত কারোর কোনও শত্রুতা নেই। আমাকে তো সব কথা বলে না। তবে ভোটের ফল প্রকাশের পর থেকে ওকে আতঙ্কে থাকতে দেখেছি।”  বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।
তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “পাড়ার সমস্যা। এর মধ্যে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা চলছে।”

Next Article