Hooghly: স্কুলে ঢুকে মুড়ি খেয়ে মিড ডে মিলের চাল চুরি করল চোর

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 10, 2024 | 4:50 PM

Hooghly: প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান, তালা ভেঙে ঘরে ঢুকে বসে মুড়িও খেয়েছে চোর। কারণ বাটিতে মুড়ি ছিল। মাটিতেও ছড়িয়ে ছিল মুড়ি। তারপর বাচ্চাদের খাবার জন্য রাখা খাদ্য সামগ্রী চাল, ডাল, ডিম চুরি করে নিয়ে গিয়েছে সে। সবই ফাঁকা।

Hooghly: স্কুলে ঢুকে মুড়ি খেয়ে মিড ডে মিলের চাল চুরি করল চোর
স্কুলে চুরি
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: অঙ্গনওয়াড়ি স্কুলে ঢুকে মুড়ি খেয়ে চাল ডাল ডিম চুরি করল চোর! ঘটনায় চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। জানা গিয়েছে,  গুপ্তিপাড়া আর্যনগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে ঘরের তালা ভেঙে চাল, ডাল, ডিম চুরি হয়। মঙ্গলবার সকালে  স্কুলে শিক্ষিকারা গেলে বিষয়টি নজরে আসে।

প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান, তালা ভেঙে ঘরে ঢুকে বসে মুড়িও খেয়েছে চোর। কারণ বাটিতে মুড়ি ছিল। মাটিতেও ছড়িয়ে ছিল মুড়ি। তারপর বাচ্চাদের খাবার জন্য রাখা খাদ্য সামগ্রী চাল, ডাল, ডিম চুরি করে নিয়ে গিয়েছে সে। সবই ফাঁকা।

প্রাথমিক স্কুলের শিক্ষক সৌম্য চক্রবর্তী জানান, স্কুলের পিছন দিকের পাঁচিলটা ভাঙা।চোর ঢুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চুরি করে। প্রাথমিক স্কুলের মিড ডে মিলের ঘরেও ঢোকার চেষ্টা করেছিল। একটা তালা ভাঙে। বাকি দুটি তালা আর ভাঙতে পারেনি।
স্কুলে চুরির অভিযোগ পেয়ে বলাগড় থানার গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ তদন্তে যায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ। বাচ্চাদের মিড ডে মিলের সর্বস্ব চুরি যাওয়ায় এখন চিন্তায় শিক্ষক শিক্ষিকারা।

Next Article