Hooghly: মিষ্টি কথা বলেই কেল্লাফতে, বিদেশিকে বিশ্বাস করে বড় খেসারত দিলেন মহিলা ব্যাঙ্ক কর্মী

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2024 | 8:04 PM

Hooghly: মঙ্গলবার হুগলির কামারকুণ্ডু গ্রামীণ পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানিয়েছেন, ধনিয়াখালীর মৌসুমী সাহা নামে এক মহিলা ব্যাঙ্ক কর্মী গত ২৪ অগস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Hooghly: মিষ্টি কথা বলেই কেল্লাফতে, বিদেশিকে বিশ্বাস করে বড় খেসারত দিলেন মহিলা ব্যাঙ্ক কর্মী
গ্রেফতার নাইজেরিয়ান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: কখনও দামি উপহার। কখনও বা মিষ্টি কথার বুলি। মহিলা ব্যাঙ্ক কর্মীকে বোকা বানিয়ে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার বিদেশি নাগরিক। গত এগারো মাস ধরে বেআইনি ভাবে ভারতে বসবাস করছিল ধৃত ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আজিকিউল এনোগী ওভেনা।

মঙ্গলবার হুগলির কামারকুণ্ডু গ্রামীণ পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানিয়েছেন, ধনিয়াখালীর মৌসুমী সাহা নামে এক মহিলা ব্যাঙ্ক কর্মী গত ২৪ অগস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলা জানান, তাঁর কাছ থেকে দফায় দফায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তার বদলে দামি উপহারের প্রলোভন দেখানো হয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। দফায় দফায় মোট ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম দফতর। তদন্তে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা হাতানোর তথ্য পায় পুলিশ। এই ঘটনায় জড়িত কারী নাইজেরিয়ার বাসিন্দা আজিকিউল এনোগী ওভেনারকে গ্রেফতার করা হয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে নয়ডার গৌতম বুদ্ধ নগরে বেআইনি ভাবে বসবাস  খোঁজ করছিল ওই ব্যক্তি।

ব্যবসায়িক ভিসা নিয়ে ২০১৩ সালে ভারতে আসে আজিকিউল এনোগী ওভেনার। ২০২৩ সালে মেয়াদ শেষ হয়ে যায় ব্যবসায়িক ভিসার। তারপর থেকেই বেআইনিভাবে বসবাস করছিল সে। ২৫ লক্ষ টাকা হাতানোর ক্ষেত্রে মোট ছয়টি ব্যাঙ্ক ব্যবহার করেছে অভিযুক্ত ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article