Hooghly: ভিসার মেয়াদ শেষ, তবুও থাকছিলেন ভারতে, দিদির বাড়ি যেতে গিয়েই বিপত্তি
Hooghly: পুলিশ তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। যাতে ভিসার মেয়াদ গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিল। তাঁকে জিজ্ঞাসা করে পুলিশ আরও জানতে পারে, উত্তরপাড়া শিবতলা স্ট্রিটে তাঁর দিদির বাড়ি।

হুগলি: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতে থাকছিলেন, এমনই এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল চুঁচুড়া থানার সাহাগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটচল্লিশের কিঙ্কর অধিকারীকে ব্যান্ডেল লিচুবাগান এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁকে জিজ্ঞাসবাদ করে কথায় অসঙ্গতি দেখেন। পরে পুলিশ ডেকে তাঁকে হাতে তুলে দেয়।
জানা গিয়েছে, পুলিশ তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। যাতে ভিসার মেয়াদ গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিল। তাঁকে জিজ্ঞাসা করে পুলিশ আরও জানতে পারে, উত্তরপাড়া শিবতলা স্ট্রিটে তাঁর দিদির বাড়ি। সেখানেই যাওয়ার সময় ভুল করে ব্যান্ডেল স্টেশনে নেমে কেওটা সাহাগঞ্জের দিকে চলে যান ওই বাংলাদেশি। ভিসা না থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছেন এই অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিঙ্কর অধিকারী বাংলাদেশের খুলনা ডিভিশনের বাগেরহাট জেলার বাসিন্দা। ২০২২ সালে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করেন এবং ২০২৩ সালে ভারত সরকারের দেওয়া ভিসা নিয়ে ভারতে আসেন।

