Hooghly: এবার হুগলি, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি
Hooghly: জানা গিয়েছে, এই তামলিপাড়াতেই রয়েছে জনৈক হরিদাস দত্তের বাড়ি। সেই বাড়িটির বর্তমানে ভগ্নদশা। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে আগেই। কিন্তু শরিকী বিবাদ থাকায় বাড়িটি ভাঙা সম্ভব হচ্ছে না।

চুঁচুড়া: লাগাতার বৃষ্টি হচ্ছে বাংলায়। আর সেই বৃষ্টির জেরে একের পর এক বাড়ি ধসে পড়ার খবর প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই কলকাতায় তিনটে বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। আর এবার হুগলিতে বিপদজনক বাড়ির একাংশ ভেঙে পড়ল চুঁচুড়ার তামলিপাড়া এলাকায়।
জানা গিয়েছে, এই তামলিপাড়াতেই রয়েছে জনৈক হরিদাস দত্তের বাড়ি। সেই বাড়িটির বর্তমানে ভগ্নদশা। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে আগেই। কিন্তু শরিকী বিবাদ থাকায় বাড়িটি ভাঙা সম্ভব হচ্ছে না। এরপর মঙ্গলবার বিকেলে বাড়ির পিছনের দিকের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পড়শি দাস পরিবারের বাড়ির সামনে।
তাতে দাস পরিবারের বাড়িতে ঢোকার প্রধান গেট বন্ধ হয়ে যায়। বাড়ির ভেতর আটকে পড়েন সবিতা দাস ও তাঁর নাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলের কর্মীরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের সিআইসি জয়দেব অধিকারী। পরে পুরসভার পক্ষ থেকে লোক লাগিয়ে দাস পরিবারের বাড়ির সামনে পড়ে থাকা ভেঙে পড়া বাড়ির অংশ সরানোর কাজ শুরু করে। সবিতা দাস বলেন, “পৌনে চারটে নাগাদ বাড়ি ভেঙে পড়ে। এর আগেও অল্প অল্প ভেঙে পড়েছে। আজ আমি চাপা পড়েই যেতাম। ভাগ্যিস বৌমা ডাকল নয়ত সব শেষ।”

