AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: সুপ্রিম নির্দেশের পরও পরীক্ষায় বসতে নারাজ ‘যোগ্য’ সুমনরা

Hooghly SSC Protest: শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শনিবারের মধ্যেই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা’।  নিজের বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টে বয়ানও রেকর্ড করেন কল্যাণ।

Hooghly: সুপ্রিম নির্দেশের পরও পরীক্ষায় বসতে নারাজ 'যোগ্য' সুমনরা
চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2025 | 8:18 PM
Share

হুগলি: শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা। শুক্রবার সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  এক সপ্তার মধ্যে অযোগ্যদের তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এসএসসি আগেই ১৫ হাজার ৮০০ জনকে যোগ্য বলে চিহ্নিত করেছিল। কিন্তু নতুন করে আর পরীক্ষায় এখনও বসতে নারাজ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যেহেতু কোনও অভিযোগ নেই, আমরা অযোগ্য নই, দাগি নই, তাহলে আবার কেন পরীক্ষায় বসব। বিধানসভায় আইন প্রণয়ন করে যোগ্যদের চাকরিতে বহাল করতে হবে।”

এদিকে, শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শনিবারের মধ্যেই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা’।  নিজের বক্তব্যের প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টে বয়ানও রেকর্ড করেন কল্যাণ। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল, “আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।”

শুক্রবার শুনানি চলাকালীন ফের একই প্রসঙ্গ ওঠে আদালতে। কল্যাণ আদালতে বলেছেন,  ৭ ও ১৪ সেপ্টেম্বরের এসএসসি পরীক্ষায় বসতে পারবে না কোনও চিহ্নিত দুর্নীতিগ্রস্ত।

আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই মামলার শুনানি চলছে এখন আদালতে।