AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Ghatal: ‘দেব তুমি তো চ্যাম্পিয়ন’, মঞ্চেই সাংসদের আবদার রেখে বড় ঘোষণা মমতার

Mamata Banerjee-Dev: সম্প্রতি ঘাটালের সাংসদ দেব-কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। অভিনেতা-রাজনীতিক কি এবার রাজনীতি থেকে দূরে সরে যাবেন? লোকসভা নির্বাচনে কি তিনি আর লড়বেন না এবার? এই সব প্রশ্ন সামনে আসছিল। এরপরই রবিবার অভিষেক ও মমতার সঙ্গে দেখা করেন দেব।

Mamata Banerjee on Ghatal: 'দেব তুমি তো চ্যাম্পিয়ন',  মঞ্চেই সাংসদের আবদার রেখে বড় ঘোষণা মমতার
একই মঞ্চে মমতা ও দেব Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 1:29 PM
Share

আরামবাগ: গত কয়েকদিন ধরে জল্পনার পর আজ সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে। আসন্ন লোকসভা নির্বাচনে দেব লড়বেন কি না, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তার মধ্যেই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দেব। আর সোমবার দেখা গেল মমতার সঙ্গে আরামবাগে গেলেন দেব। মঞ্চে উঠে বললেন ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা। এরপরই ‘দেবের আবদার’ রেখে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি সংসদেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছেন দেব। তিনি দাবি করেছেন, ১০ বছর সাংসদ থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানালেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টারপ্ল্যান। এদিন মঞ্চে উঠে দেব বলেন, “আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি। এবার আমি একজনের ওপরেই বিশ্বাস রাখছি, তিনি আমার দলনেত্রী। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে।”

“ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি মুখ্যসচিবের সঙ্গে। ঘাটাল মাস্টারপ্ল্যান আমরা করছি। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছিল না বলে প্রকল্পগুলো করা যাচ্ছে না।” এর ফলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ১২৫০ কোটি টাকা লাগবে মাস্টারপ্ল্যানের জন্য।

এরপরই দেবের কথা উল্লেখ করে মমতা বলেন, “দেব আমার কাছে আবদার করেছে। দিদি তো আর ভাইকে ফেরাতে পারে না। তাই কেন্দ্রের জন্য বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি পরিকল্পনা তৈরি করে ৩-৪ বছরের মধ্যে করে ফেলতে হবে।” মুখ্যসচিব বি পি গোপালিকা ও সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রকে এই নির্দেশ মমতা। এরপর দেবের উদ্দেশে বলেন, “দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন। আমি কিন্তু তোমার আবদার রেখেছি।” উল্লেখ্য, এদিন মঞ্চে উঠে দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার রাজনীতি শুরু। ঘাটালের মানুষের জন্য আমি আবার ফিরে এসেছি।”