Uttarpara Minor Girl Physically Harassed: মিষ্টির দোকানে নাবালিকার এখানে-সেখানে হাত, চুম্বনের চেষ্টা, পুলিশ গ্রেফতার করল সেই অভিযুক্তকে
Hooghly News: তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।আগামিকাল (মঙ্গলবার) ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

হুগলি: উত্তরপাড়ায় নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শের অভিযোগ। প্রকাশ্যেই শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উত্তরপাড়ার নিউস্টেশন রোড এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আগামিকাল (মঙ্গলবার) ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর নয়ের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন এক বৃদ্ধা। সেই সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন তিনি। এরপর ওই দোকানের সিসিটিভিতে দেখা যায়, সেইসময় দোকানে সামনে দিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। নাবালিকাকে দেখে হঠাৎ দোকানে ঢুকে পড়ে। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে স্পর্শ করতে থাকে। জোর করে নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে। মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনাই ধরা পড়ে।
এই ঘটনার পরই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “যে ব্যক্তি এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ১২ অগস্টের। শুক্রবার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। শনিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। নাবালিকা তার পরিবারকে জানিয়েছে, ওই মিষ্টি দোকান থেকে অন্য দোকানে গেলে সেখানে ওই ব্যক্তি গিয়েছিল। সেখানেও তার শরীরে হাত দিয়েছিল।

