Tarakeswar: ‘মেয়েটার শরীরে হাত দিয়েছিলাম সেটাই দোষ’, পুলিশের গাড়িতে উঠে বললেন শিক্ষক

Tarakeswar:পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছিল। অভিযোগ,সেই সময় প্রশিক্ষক তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রশিক্ষককে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ।

Tarakeswar: 'মেয়েটার শরীরে হাত দিয়েছিলাম সেটাই দোষ', পুলিশের গাড়িতে উঠে বললেন শিক্ষক
তারকেশ্বরে হেনস্থাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 1:39 PM

তারকেশ্বর: এলাকার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেখানেই দীর্ঘদিন ধরে কম্পিউটার শিখত নাবালিকা। তবে মঙ্গলবার এমন ঘটনা ঘটে যাবে তা হয়ত ঠাউর করতে পারেননি। গতকালও যথারীতি ক্লাসে গিয়েছিল মেয়েটি। অভিযোগ, সেখানেই কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার ওই শিক্ষক। তাঁর বাড়ি তারকেশ্বরে। অপরদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “ক্লাস চলাকানীল একটি মেয়ের গায়ে হাত দিয়েছিলাম। এটাই আমার অপরাধ।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছিল। অভিযোগ,সেই সময় প্রশিক্ষক তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রশিক্ষককে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ।

এ দিকে, অভিযুক্ত শিক্ষক পুলিশের গাড়িতে উঠে বলেন, “ক্লাস করাতে করাতে একটা মেয়ের শরীরে হাত দিয়েছিলাম। সেইটাই দোষ আমার। সেই কারণে পুলিশে অভিযোগ করেছে মেয়েটির বাড়ির লোকজন।”