Hooghly: স্কুলের ভিতর যেতেই বিপত্তি, সাপে ছোবল মারল ছাত্রকে
Pandua: এ প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য অধিকারী শেখ মনজুর আলম জানান, "সাপে কামড়ানোর সমস্যা নিয়ে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে এসেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আপাতত পাণ্ডুয়া হাসপাতালে ছাত্রের চিকিৎসা চলছে। সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে সঠিক কি হয়েছে।"

পাণ্ডুয়া: রোজের মতো স্কুলে গিয়েছিল বছর আটের নাবালক। তবে সেখানে গিয়ে বিপদ। স্কুলের মধ্যেই এক পড়ুয়াকে ছোবল দিল সাপে। ঘটনাটি ঘটেছে হুগলি পাণ্ডুয়ায়। বস্তুত, এর আগে উত্তর ২৪ পরগনায় সাপের আতঙ্কে একটি স্কুল সম্পূর্ণ খালি হয়ে গিয়েছিল। বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছিল স্কুলে। আর এবার হুগলিতে ছড়াল সাপের আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি পাণ্ডুয়ার ভায়ড়া গ্রামের বাসিন্দা বছর আটেকের ছাত্র স্কুলে গিয়েছিল। ভায়ড়া গদাধর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ওই ছাত্র মাঠেই খেলা করছিল সহপাঠীদের সঙ্গে। হঠাৎই তাকে সাপে কামড়ায়। এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জানালে তড়িঘড়ি ওই ছাত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ছাত্রের পরিবারের লোকজন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চলে আসেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
এ প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য অধিকারী শেখ মনজুর আলম জানান, “সাপে কামড়ানোর সমস্যা নিয়ে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে এসেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আপাতত পাণ্ডুয়া হাসপাতালে ছাত্রের চিকিৎসা চলছে। সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে সঠিক কি হয়েছে।” ওই ছাত্রর দাদু জুহিলাল মুর্মু এদিন জানান, “সকালে বাচ্চাটি প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল। হঠাৎ বাচ্চাকে সাপে কামড়েছে এমন খবর পেয়ে তার পরিবারের লোকজন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয় নিয়মিত পরিচ্ছন্ন হয় না। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভিতরে জঙ্গলে ভর্তি। বর্ষার জল জমে থাকে। সাপের উপদ্রব আছে বিদ্যালয়ে।”
এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ বিশ্বাস এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কৃপাসিন্ধু ঘোষ পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসলেও এ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করলে তারা কোনও মন্তব্য করতে পারেনি চাননি।

