হুগলি: লরি বোঝাই আম। বোঝার উপায় নেই তার নীচেই রয়েছে ছয় টন চন্দন কাঠ! যার বাজার মূল্য অন্তত ৫ কোটি টাকা। গোপন সূত্রে কবর পেয়ে চোরাই চন্দন কাঠ সহ এই লরিকে আটক করল ডানকুনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন ডানকুনি সাঁতরা পাড়ায় একটি লরি আটক করা হয়। লরির উপরে আমের বস্তা চাপা দেওয়া ছিল। কিন্তু পুলিশের সন্দেহ হওয়াতে সেই আম সরানো হয়। আর তাতেই পাওয়া যায় ৫ কোটি টাকা মূল্যের লাল চন্দন কাঠ। পুলিশ জানতে পারে সুদূর কর্নাটক থেকে এই লরিটি রাজ্যে ঢোকে। পুলিশের প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশ্যেই এত পরিমাণ চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনায় লরি চালক সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা। চন্দননগর পুলিশ কমিশনার অর্নব ঘোষ জানান, ডানকুনি দিল্লী রোডের পাশে একটি গোডাউনে লরি থেকে এই চন্দন কাঠ নামানো হচ্ছিল। ডানকুনি থানা খবর পেয়ে সেখানে অভিযান চালায়। লরি থেকে তিনশোটি রক্ত চন্দনের ব্লক পাওয়া যায়। এই ঘটনায় দু’জ কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ডেভিড সাউ ও মর্গান তিউয়ার। দু’জনেই কলকাতার বাসিন্দা।
আরও পড়ুন: মিলছে না রেশন কার্ড, ২০হাজার মানুষের ‘দুয়ারে’ জিজ্ঞাসাবাদের নিদান লাভলীর
এই কাঠ নিয়ে আপাতত বন দফতরের সঙ্গে কথা বলছে পুলিশ। এত রক্ত চন্দন কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল তা ভালো করে খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। প্রাথমিক জিঞ্জাসাবাদে ধৃতেরা জানায়, দক্ষিণ ভারত থেকে এই চন্দন কাঠ ডানকুনিতে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্য কোথায় পাচারের পরিকল্পনা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের অনুমান এই পাচার চক্রের সঙ্গে বড় কোনও দল জড়িত থাকতে পারে।