পদ্মের মোহে রবীন্দ্র-পুত্র তুষার! ‘দায় আমার নয়’, মন্তব্য বিধায়ক বাবার
বাংলার রাজনীতিতে পোস্টার পর্ব আসার পর 'অনুগামী' পোস্টার পড়েছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামেও। জেলা কমিটিতে পছন্দের মহাদেব দাসের বদলে গোবিন্দ ধাড়াকে বসানোর বিরোধিতা করে 'সিদ্ধান্ত' জানানোর কথা বলেছিলেন রবীন্দ্রনাথ।
সিঙ্গুর: এবার প্রকাশ্যে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিলেন তুষার ভট্টাচার্য। এর আগে বেশ কয়েকবার ‘বেসুরো’ শুনিয়েছে সিঙ্গুরের (Singur) বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তারই ছেলে তুষার এবার যেতে চলেছেন বিজেপিতে। তুষারের সাফ দাবি, রবীন্দ্রনাথের রাস্তা আর তাঁর রাস্তা আলাদা। তিনি বলেন, “বাবার সিদ্ধান্ত ব্যক্তিগত, মতাদর্শ বদলানোর কথা বলব। আমি ডিসেম্বর মাস থেকেই বিজেপিতে যোগদানের মানসিক প্রস্তুতি নিয়েছি।”
গতকালই চন্দননগরের সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপিতে আসার জন্য নিয়মিত যোগাযোগ করছেন তুষার। তবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাকেই কারণ হিসাবে দেখাচ্ছেন বিধায়ক পুত্র। ছেলের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বাবা রবীন্দ্রনাথের গলায় অবশ্য অন্য সুর।
তাঁর কথায়, “তুষার কী বলছে বা কী করছে সে দায়-দায়িত্ব আমার নেই। আমি বিজেপিতে যাওয়ার জন্য কোনওদিনই কাউকে বলিনি। শুভেন্দুর সঙ্গেও আমার কোনও আলোচনা হয়নি।। শুভেন্দুবাবু যদি মনে করে থাকেন ছেলে যোগদান করলে আমিও যোগদান করবো তাহলে শুভেন্দুবাবু ভুল করেছেন।” অধিকারীর পরিবারের ঘটনা তাঁর পরিবারে ঘটবে না বলেও দাবি সিঙ্গুরের বিধায়কের। যা শুনে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন সুরে ফিরলেন রবীন্দ্রনাথ।
আরও পড়ুন: প্রকাশ্যে তৃণমূল কর্মীকে ‘গণপিটুনি’, আক্রান্ত স্ত্রীও!
প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে পোস্টার পর্ব আসার পর ‘অনুগামী’ পোস্টার পড়েছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামেও। জেলা কমিটিতে পছন্দের মহাদেব দাসের বদলে গোবিন্দ ধাড়াকে বসানোর বিরোধিতা করে ‘সিদ্ধান্ত’ জানানোর কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। এরপরই সিঙ্গুরে বিতর্কিত পোস্টার পড়েছিল তাঁর ছবি দিয়ে। যেখানে লেখা ছিল ‘আমরা স্যারের অনুগামী।’