AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NEET Controversy: নিটের রেজাল্ট বেরতেই নিখোঁজ পোলবার সৌদীপ, খারাপ রেজাল্টে দাদা গন্ধ পাচ্ছেন দুর্নীতির

NEET Result Controversy: এবার হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ। তার আগে পাউনান হাইস্কুল থেকে মাধ্যমিক। ছোট থেকেই এলাকা মেধাবী ছাত্র বলে খ্যাতি। কিন্তু তার কীভাবে এত খারাপ ফল হল তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের লোকজন।

NEET Controversy: নিটের রেজাল্ট বেরতেই নিখোঁজ পোলবার সৌদীপ, খারাপ রেজাল্টে দাদা গন্ধ পাচ্ছেন দুর্নীতির
চোখে জল মায়েরImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 6:29 PM
Share

পোলবা: চোখে ডাক্তার  হওয়ার স্বপ্ন। বিগত ২ বছর ধরে টানা পরিশ্রম। মা বলছে, ছেলে তো ঘর থেকেই বের হতো না। সারাদিন বই মুখে পড়ে থাকতো। স্কুলেও শুরু থেকে ফার্স্ট হয়ে আসছে। মক টেস্টেও দারুণ ফল। কিন্তু, নিটের রেজাল্ট বের হতেই আর দেখা মিলছে না ছেলের। পরিবার সূত্রে খবর, নিটের রেজাল্টে দেখা যায়, ৭২০ তে ১০৩ পেয়েছে পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালি বাগের একমাত্র ছেলে সৌদীপ বাগ। তারপর থেকেই বেপাত্তা সৌদীপ। গ্রামের লোকেরাও অনেক খোঁজাখুঁজি করে দেখা না পেলে শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন। পোলবা থানায় নিখোঁজ ডায়েরিও হয়। পুলিশও খোঁজ শুরু করে। বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতাল, সব জায়গাতেই চলে খোঁজ। কিন্তু এখনও পর্যন্ত দেখা নেই সৌদীপের। এদিকে ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের চোখে। চোখের কোণে জল বাবারও। 

এবার হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ। তার আগে পাউনান হাইস্কুল থেকে মাধ্যমিক। ছোট থেকেই এলাকা মেধাবী ছাত্র বলে খ্যাতি। পরিবারের লোকজন বলছেন, চুঁচুড়ায় গৃহ শিক্ষকদের কাছে অঙ্ক, রসায়ন, পদার্থবিদ্যার পাঠ নেওয়ার পাশাপাশি কলকাতার একাধিক ইন্সস্টিটিউটেও অনলাইন কোচিং নিত সৌদীপ। মক টেস্টেও পায় ভাল নম্বর। শেষ মক টেস্টে ৭২০ এর মধ্যে ৬৭০ পেয়েছিল। সেই ছেলে কীভাবে মূল পরীক্ষায় এত কম পায় তা ভেবে উঠতে পারছে না পরিবারের লোকজন। 

সৌদীপের পিসতুতো  দাদা ইন্দ্রজিৎ ধাড়া তো আবার নিটে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও সরব হয়েছেন। তিনি বলছেন, “ও তো ছোটো থেকেই খুব মেধাবী। ওর যা প্রস্তুতি ছিল তাতে কোনওভাবে এত খারাপ ফল হতে পারে না। এবার তো শুনছি নিটের ফলে অনেক দুর্নীতি হয়েছে। জানি না ঠিক কী থেকে কী হয়েছে। ডাক্তারি পড়ার আশায় জল পড়তেই ও বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছে।”