AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarakeshwar Temple: সুখবর! তারকেশ্বরে ভক্তদের প্রবেশের জন্য বাড়ল সময়সীমা

COVID19: সকাল ৫:৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত‍ এবং সন্ধেতে ৬টা থেকে রাত্রি ৮টা  মন্দিরে প্রবেশ করতে পারতেন ভক্তরা

Tarakeshwar Temple: সুখবর! তারকেশ্বরে ভক্তদের প্রবেশের জন্য বাড়ল সময়সীমা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Nov 12, 2021 | 4:03 PM
Share

হুগলি: অবশেষে সুখবর! তারকেশ্বর মন্দিরে (Tarakeshwar Temple) প্রবেশের ক্ষেত্রে বাড়ানো হল সময়সীমা। করোনা-পূর্ব নিয়ম মেনে ভোর ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্তই খোলা থাকবে তারকেশ্বর মন্দির। তবে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ বন্ধই রয়েছে

তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ৩টি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) ঢোকার বাকি ২টি গেট। গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। মন্দিরে ঢুকতে বাধ্যতামূলক মাস্ক। প্রয়োজনে লাগতে পারে টিকাকরণের শংসাপত্রও।

এতদিন করোনা পরিস্থিতিতে (Corona) একাধিক বিধি-নিষেধ (Covid Rules) আরোপ ছিল মন্দিরে। কখনও সম্পূর্ণ বন্ধ রাখা হয়ছিল মন্দির। কখনও বা মাঝেমধ্যে খোলা হচ্ছিল। উত্‍সব পালনেও বিশেষ রাশ টেনেছিল মন্দির কর্তৃপক্ষ। সকাল ৫:৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত‍ এবং সন্ধেতে ৬টা থেকে রাত্রি ৮টা  মন্দিরে প্রবেশ করতে পারতেন ভক্তরা। দুপুর ২টোর পর থেকে সন্ধ‍ে ৬টা পর্যন্ত‍ বন্ধ থাকত মন্দিরের দরজা। তবে এখন উঠে গেল সেই বাধা।

উৎসবের সময় যেখানে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী এবং তারকেশ্বর ব্লক প্রশাসন যখন রাস্তায় নেমে সচেতনতা প্রচার চালাচ্ছে সেখানে মন্দির খোলার সময়সীমা বাড়ানো হল কেন ? এ বিষয়ে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্য তথা তারকেশ্বর পৌর সভার পৌর প্রসাশক স্বপন সামন্ত বলেন,  “মন্দিরে দর্শনার্থীদের ভিড় এড়াতে এবং যাতে কোভিড বিধি মেনে দর্শনাথীরা পুজো দিতে পারেন সেই কারণেই করোনার পূর্বে মন্দির খোলার যে সময় ছিল তা ফিরিয়ে আনা হল। এরফলে ভক্তরাও কোভিড বিধি মেনে পূজা দিতে পারবেন।”

অন্যদিকে খুশি মন্দির চত্বরের ব্যবসায়ীরাও। এতে যেমন ভক্ত ও দর্শনার্থীরা কোভিড বিধি মেনে আসবেন তেমনই তাঁদের ব্যবসাতেও সাফল্য আসবে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: Vistadome: রেলের সঙ্গে আইআরসিটিসি-র টানাপোড়েন, ভিস্তাডোমে বন্ধ হচ্ছে আদিবাসী নৃত্য