Tarakeswar:TMC নেতার মদতে চোলাইয়ের ব্যবসা? সেই ঠেক ভাঙল তৃণমূলই

Tarakeswar: তারকেশ্বর বর্ধমান রোডের সুকান্তপল্লী এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার সকালে তৈরি করা হয় বেআইনি চোলাই মদের ঠেক। আর সেই মদের ঠেক বাসানোর অভিযোগ ওঠে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সামন্তের বিরুদ্ধে।

Tarakeswar:TMC নেতার মদতে চোলাইয়ের ব্যবসা? সেই ঠেক ভাঙল তৃণমূলই
চোলাই মদের ঠেক ভাঙল তৃণমূলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2024 | 12:04 PM

তারকেশ্বর: বেআইনি চোলাই মদের ঠেক ঘিরে অশান্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতার মদতে চোলাই মদের ঠেক চলছে রমরমিয়ে। হুগলির তারকেশ্বর সুকান্ত পল্লী এলাকার ঘটনা। তাৎপর্যপূর্ণভাবে সেই চোলাইয়ের ঠেক আবার ভেঙে দিল তৃণমূলই।

তারকেশ্বর বর্ধমান রোডের সুকান্তপল্লী এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার সকালে তৈরি করা হয় বেআইনি চোলাই মদের ঠেক। আর সেই মদের ঠেক বাসানোর অভিযোগ ওঠে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সামন্তের বিরুদ্ধে। শুধু তাই নয়, এলাকাবাসী বাধা দিলে তাকেও তোয়াক্কা করেনি বলে অভিযোগ। নিজে দাঁড়িয়েই মদের ঠেক তৈরি করতে মদত দেন তিনি। এরপরই এলাকাবাসী প্রশাসনকে নালিশ করেন অভিযুক্তের বিরুদ্ধে।

অন্যদিকে, বিধায়ক রামেন্দু সিং রায় এই অভিযোগ পেতেই বেআইনি ঠেক ভাঙার নির্দেশ দেন তিনি। এরপর সকালে তৈরি হওয়া চোলাইয়ের ঠেক ভেঙে তৃণমূল নেতৃত্ব। যদিও, অভিযুক্ত কাউন্সিলর নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেছেন, “গরিব মানুষকে দোকান খোলার জন্য বলা হয়েছিল। কোনও চোলাই মদের ঠেক তৈরি করা হয়নি।” এলাকার তৃণমূল নেতা জহর কর বলেন, “একটা বেআইনি মদের দোকান হচ্ছিল। সেই দোকানটা আমরা তুলিয়ে দিয়েছি। এলাকার লোকজন অভিযোগ করেছিল। আর তৃণমূল নেতার মদতে হয়নি। এগুলো বিজেপিরা বলে। বিধায়ক বন্ধ করতে বলেছে তাই করলাম।”